ক্রীড়া ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৩—তারিখটি মনে থাকার কথা রিয়াল মাদ্রিদের। লা লিগায় সেদিন আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে বসেছিল লস ব্লাঙ্কোসরা। সেই মাদ্রিদ ডার্বি হারের পর কার্লো আনচেলত্তির দল এমনভাবে জয়রথ ছোটাতে শুরু করল, গত ১৩ মাসে হারেনি একটি ম্যাচও। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে ৩১ ম্যাচ, ড্র ১১ টি। আজ রাতে তাদের সেই দৌড় থামাতে পারবে তো বার্সেলোনা?
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে সেই প্রশ্নই আসছে ঘুরেফিরে। স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে ছক কষাও শুরু করে দিয়েছেন দুই দলের কোচ। সাম্প্রতিক পারফরম্যান্স যা-ই হোক, ক্লাসিকোতে কাউকে ফেবারিট মানতে নারাজ আনচেলত্তি। গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘ক্লাসিকো, ডার্বির মতো ম্যাচগুলোতে ফেবারিট বেছে নেওয়া কঠিন।’ হানসি ফ্লিকের অধীনে বার্সা ভালো করলেও নির্ভার থাকতে পারছেন আনচেলত্তি, ‘সত্য হলো, তারা বেশ ভালো করছে। সৌভাগ্যক্রমে এ মুহূর্তে কেউ আমার ঘুম কেড়ে নিচ্ছে না।’
ম্যাচটি নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বলেই কি এত স্বস্তি রিয়াল কোচের? এখানেই দিন চারেক আগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা। এবার বার্সার বিপক্ষে জয় বা ড্র করলে নতুন কীর্তিও গড়বে রিয়াল। লা লিগায় টানা অপরাজেয় থাকার দৌড়ে ভাগ বসাবে চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ডে। ২০১৭-১৮ পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজেয় থাকার কীর্তি গড়েছিল বার্সা।
গত মৌসুমে বার্সার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে লিগ পুনরুদ্ধার করেছিল রিয়াল। এবার অবশ্য ১০ ম্যাচ শেষে আছে দুইয়ে। আর ক্লাসিকো জিতলে পয়েন্টের হিসাবে ছুঁয়ে ফেলবে বার্সাকে। তবে বায়ার্নের বিপক্ষে প্রতিশোধ নেওয়া কাতালান জায়ান্টরাও যে প্রস্তুত! নিজের প্রথম ক্লাসিকোর আগে সেটিই জানিয়ে দিয়েছেন ফ্লিক, ‘এখন আমরা রিয়ালের বিপক্ষে খেলব এবং সব খেলোয়াড় ভালোভাবে প্রস্তুত। খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে।’
ফ্লিকের মতো প্রথমবার ক্লাসিকোতে অভিষেক হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পেরও। তবে এবারের লড়াই কি হবে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার মধ্যে? চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে দুজনই পেয়েছেন হ্যাটট্রিক। কিন্তু এমন ম্যাচে আনচেলত্তি পাচ্ছেন না চোটে পড়া গোলরক্ষক কোর্তোয়া, রদ্রিগো ও কারভাহালকে। বার্সাও পাচ্ছে না গোলরক্ষক টের স্টেগান ও আরাউকে। গত আগস্টের প্রীতি ম্যাচ ছাড়া আগের চার ক্লাসিকোতে হেরেছে বার্সা। তবে সেই সব ম্যাচে দেখা যায়নি লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর সময়ের লড়াইয়ের ঝাঁজ। লা মাসিয়া থেকে উঠে আসা বার্সার মিডফিল্ডার বনাম নতুন গ্যালাকটিকো যুগের রিয়াল ফরোয়ার্ডদের লড়াই দিয়ে সেই ঝাঁজ ফিরবে তো ক্লাসিকোতে?
২৪ সেপ্টেম্বর, ২০২৩—তারিখটি মনে থাকার কথা রিয়াল মাদ্রিদের। লা লিগায় সেদিন আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে বসেছিল লস ব্লাঙ্কোসরা। সেই মাদ্রিদ ডার্বি হারের পর কার্লো আনচেলত্তির দল এমনভাবে জয়রথ ছোটাতে শুরু করল, গত ১৩ মাসে হারেনি একটি ম্যাচও। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে ৩১ ম্যাচ, ড্র ১১ টি। আজ রাতে তাদের সেই দৌড় থামাতে পারবে তো বার্সেলোনা?
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে সেই প্রশ্নই আসছে ঘুরেফিরে। স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে ছক কষাও শুরু করে দিয়েছেন দুই দলের কোচ। সাম্প্রতিক পারফরম্যান্স যা-ই হোক, ক্লাসিকোতে কাউকে ফেবারিট মানতে নারাজ আনচেলত্তি। গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘ক্লাসিকো, ডার্বির মতো ম্যাচগুলোতে ফেবারিট বেছে নেওয়া কঠিন।’ হানসি ফ্লিকের অধীনে বার্সা ভালো করলেও নির্ভার থাকতে পারছেন আনচেলত্তি, ‘সত্য হলো, তারা বেশ ভালো করছে। সৌভাগ্যক্রমে এ মুহূর্তে কেউ আমার ঘুম কেড়ে নিচ্ছে না।’
ম্যাচটি নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বলেই কি এত স্বস্তি রিয়াল কোচের? এখানেই দিন চারেক আগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা। এবার বার্সার বিপক্ষে জয় বা ড্র করলে নতুন কীর্তিও গড়বে রিয়াল। লা লিগায় টানা অপরাজেয় থাকার দৌড়ে ভাগ বসাবে চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ডে। ২০১৭-১৮ পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজেয় থাকার কীর্তি গড়েছিল বার্সা।
গত মৌসুমে বার্সার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে লিগ পুনরুদ্ধার করেছিল রিয়াল। এবার অবশ্য ১০ ম্যাচ শেষে আছে দুইয়ে। আর ক্লাসিকো জিতলে পয়েন্টের হিসাবে ছুঁয়ে ফেলবে বার্সাকে। তবে বায়ার্নের বিপক্ষে প্রতিশোধ নেওয়া কাতালান জায়ান্টরাও যে প্রস্তুত! নিজের প্রথম ক্লাসিকোর আগে সেটিই জানিয়ে দিয়েছেন ফ্লিক, ‘এখন আমরা রিয়ালের বিপক্ষে খেলব এবং সব খেলোয়াড় ভালোভাবে প্রস্তুত। খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে।’
ফ্লিকের মতো প্রথমবার ক্লাসিকোতে অভিষেক হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পেরও। তবে এবারের লড়াই কি হবে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার মধ্যে? চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে দুজনই পেয়েছেন হ্যাটট্রিক। কিন্তু এমন ম্যাচে আনচেলত্তি পাচ্ছেন না চোটে পড়া গোলরক্ষক কোর্তোয়া, রদ্রিগো ও কারভাহালকে। বার্সাও পাচ্ছে না গোলরক্ষক টের স্টেগান ও আরাউকে। গত আগস্টের প্রীতি ম্যাচ ছাড়া আগের চার ক্লাসিকোতে হেরেছে বার্সা। তবে সেই সব ম্যাচে দেখা যায়নি লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর সময়ের লড়াইয়ের ঝাঁজ। লা মাসিয়া থেকে উঠে আসা বার্সার মিডফিল্ডার বনাম নতুন গ্যালাকটিকো যুগের রিয়াল ফরোয়ার্ডদের লড়াই দিয়ে সেই ঝাঁজ ফিরবে তো ক্লাসিকোতে?
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৮ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩১ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
৩৪ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে