ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি ও দানি আলভেসের বিখ্যাত জুটিতে অনেক ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মেসিকে রেখে বার্সা ছেড়েছিলেন আলভেস। সেই আলভেস দ্বিতীয়বার যখন ফিরলেন তখন মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে ফিরে এসে আলভেস বোঝালেন বয়স ৩৮ হলেও তিনি এখনো ধার হারাননি। আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মাঠে নেমে করলেন গোল। এরপর অবশ্য জুটেছে একটি লাল কার্ডও।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছিল লড়াইয়ের জমজমাট প্রদর্শনী। ৮ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে লিড নেয় আতলেতিকো। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি জাভি হার্নান্দেজের দল। ২ মিনিট পরই গোল শোধ করেন জর্দি আলভা। ২১ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।
বিরতির পর আক্রমণাত্মক বার্সার হয়ে গোল করেন আলভেস। ৫৮ মিনিটে এক গোল শোধ করে আতলেতিকোকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন লুইস সুয়ারেজ। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই।
ম্যাচে নাটক জমে ৬৯ মিনিটে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। ব্রাজিলিয়ান তারকার এমন অম্ল-মধুর রাতে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ নম্বরে ওঠে আসল বার্সা। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
লিওনেল মেসি ও দানি আলভেসের বিখ্যাত জুটিতে অনেক ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মেসিকে রেখে বার্সা ছেড়েছিলেন আলভেস। সেই আলভেস দ্বিতীয়বার যখন ফিরলেন তখন মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে ফিরে এসে আলভেস বোঝালেন বয়স ৩৮ হলেও তিনি এখনো ধার হারাননি। আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মাঠে নেমে করলেন গোল। এরপর অবশ্য জুটেছে একটি লাল কার্ডও।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছিল লড়াইয়ের জমজমাট প্রদর্শনী। ৮ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে লিড নেয় আতলেতিকো। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি জাভি হার্নান্দেজের দল। ২ মিনিট পরই গোল শোধ করেন জর্দি আলভা। ২১ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।
বিরতির পর আক্রমণাত্মক বার্সার হয়ে গোল করেন আলভেস। ৫৮ মিনিটে এক গোল শোধ করে আতলেতিকোকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন লুইস সুয়ারেজ। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই।
ম্যাচে নাটক জমে ৬৯ মিনিটে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। ব্রাজিলিয়ান তারকার এমন অম্ল-মধুর রাতে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ নম্বরে ওঠে আসল বার্সা। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৩ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে