ক্রীড়া ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যখন নেইমার ও লিওনেল মেসি ছিলেন, তখন অন্যরকম একটা দল ছিল পিএসজি। সেই সুসময় এখন অতীত প্যারিসের দলটির। প্যারিস ছেড়ে নেইমার সৌদির আল হিলালে চলে গেছেন। মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আগামী জুনে এমবাপ্পেরও পার্ক দে প্রিন্সেস ছাড়া অনেকটাই নিশ্চিত।
তবু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ক্ষয়িষ্ণু শক্তির এই পিএসজিকেই ভালো সমীহ করছেন বার্সেলোনা কোচ জাভি। বার্সার বিপক্ষে শেষ আটে পিএসজিকেই ফেবারিট মানছেন তিনি। আগামী ১০ এপ্রিল দিবাগত রাতে হবে দুই দলের শেষ আটের প্রথম লেগ।
গত পরশু সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়েছে। সেই ড্রয়ের পর প্রতিপক্ষ হিসেবে পাওয়া পিএসজিকে নিয়ে আজ বার্সা কোচ বলছেন, ‘আমি ফেবারিট তকমাটা তাদেরকেই দেব। আমরা বেশি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। কিন্তু যে অর্থনৈতিক অবস্থায় রয়েছে তারা, তাতে (নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে) আমাদের যে সীমাবদ্ধতা, সেটা তাদের নেই।’
উয়েফার টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে দুই দলের অবস্থান অবশ্য সমান সমান। এ পর্যন্ত হওয়া দুই দলের ১২ সাক্ষাতে দুই দলেরই সমান ৪টি করে জয়। বাকি ৪টি ম্যাচে হয়েছে ড্র। এই পরিসংখ্যানেও চেয়েও দুই দলের সাক্ষাতে বার্সার বড় প্রেরণা হতে পারে চ্যাম্পিয়নস লিগে ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় রাউন্ডের সাক্ষাৎ। প্রথম লেগে প্যারিসে গিয়ে ৪ গোল হজম করেছিল তারা। সেই হারের পর সবাই ধরে নিয়েছিল দ্বিতীয় রাউন্ডের বৈতরণি আর পার হওয়া হবে না তাদের। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে সবাইকে চমকে দিয়ে ৬-১ গোলে জেতে বার্সা। তখন কাতালান দলটির ডাগআউটে ছিলেন যিনি, সেই লুইস এনরিকে এখন পিএসজির ডাগআউটে। যিনি আবার জাভিরও গুরু।
সেই ঘটনা নিশ্চয়ই অজানা নয় জাভির। তারপরও পিএসজিকে ফেবারিট বলার একটাই অর্থ—এবার শুরু থেকেই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বার্সা।
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যখন নেইমার ও লিওনেল মেসি ছিলেন, তখন অন্যরকম একটা দল ছিল পিএসজি। সেই সুসময় এখন অতীত প্যারিসের দলটির। প্যারিস ছেড়ে নেইমার সৌদির আল হিলালে চলে গেছেন। মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আগামী জুনে এমবাপ্পেরও পার্ক দে প্রিন্সেস ছাড়া অনেকটাই নিশ্চিত।
তবু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ক্ষয়িষ্ণু শক্তির এই পিএসজিকেই ভালো সমীহ করছেন বার্সেলোনা কোচ জাভি। বার্সার বিপক্ষে শেষ আটে পিএসজিকেই ফেবারিট মানছেন তিনি। আগামী ১০ এপ্রিল দিবাগত রাতে হবে দুই দলের শেষ আটের প্রথম লেগ।
গত পরশু সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়েছে। সেই ড্রয়ের পর প্রতিপক্ষ হিসেবে পাওয়া পিএসজিকে নিয়ে আজ বার্সা কোচ বলছেন, ‘আমি ফেবারিট তকমাটা তাদেরকেই দেব। আমরা বেশি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। কিন্তু যে অর্থনৈতিক অবস্থায় রয়েছে তারা, তাতে (নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে) আমাদের যে সীমাবদ্ধতা, সেটা তাদের নেই।’
উয়েফার টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে দুই দলের অবস্থান অবশ্য সমান সমান। এ পর্যন্ত হওয়া দুই দলের ১২ সাক্ষাতে দুই দলেরই সমান ৪টি করে জয়। বাকি ৪টি ম্যাচে হয়েছে ড্র। এই পরিসংখ্যানেও চেয়েও দুই দলের সাক্ষাতে বার্সার বড় প্রেরণা হতে পারে চ্যাম্পিয়নস লিগে ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় রাউন্ডের সাক্ষাৎ। প্রথম লেগে প্যারিসে গিয়ে ৪ গোল হজম করেছিল তারা। সেই হারের পর সবাই ধরে নিয়েছিল দ্বিতীয় রাউন্ডের বৈতরণি আর পার হওয়া হবে না তাদের। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে সবাইকে চমকে দিয়ে ৬-১ গোলে জেতে বার্সা। তখন কাতালান দলটির ডাগআউটে ছিলেন যিনি, সেই লুইস এনরিকে এখন পিএসজির ডাগআউটে। যিনি আবার জাভিরও গুরু।
সেই ঘটনা নিশ্চয়ই অজানা নয় জাভির। তারপরও পিএসজিকে ফেবারিট বলার একটাই অর্থ—এবার শুরু থেকেই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বার্সা।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৪ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৬ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে