ক্রীড়া ডেস্ক
ব্রাজিলে ‘নতুন পেলে’ কম আসেননি। ক্যারিয়ারের শুরুতে নেইমারও পেয়েছিলেন এই তকমা। এখন তো বেশ কয়েকজন নতুন নেইমারও এসেছেন। ক্যারিয়ারের শুরুতে এমন তকমা পেয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসাও। নেইমারের মতো তিনিও ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোসে।
এরপর ইউরোপেও এসেছিলেন ‘গাবিগোল’ বা ‘গাবি’ নামে পরিচিত বারবোসা। কিন্তু বেশি দিন দেশের বাইরে থাকা হয়নি। ইন্টার মিলান ও বেনফিকা ঘুরে আবারও ধারে চলে যান সান্তোসে। কিন্তু ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পদাঙ্ক অনুসরণ করতে পারেননি।
তবে নেইমারের কাছাকাছি ঠিকই থেকেছেন। সেটি অবশ্য ভিন্নভাবে। নেইমার ২০১৩ সালে সান্তোস ছাড়েন। একই বছর দলটিতে যোগ দেন বারবোসা। জাতীয় দলেও দুজনে একসঙ্গে খেলেছেন। তবে সতীর্থের চেয়ে নেইমারের আত্মীয়ই বেশি হয়ে উঠেছিলেন তিনি। নেইমারের ছোট বোন রাফেয়ালা সান্তোসের সঙ্গে ২০১৭ সালে সম্পর্কে জড়ান বারবোসা। আর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান নেইমারের বোন নিজেই। অবশ্য রাফেয়ালা পরে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করায় এই সম্পর্ক স্থায়ী হয়নি। আর সেই থেকে সিঙ্গেল বারবোসা।
তবে এখন ক্যারিয়ারটাই তাঁর হুমকির মুখে। গত সোমবার ডোপিং পরীক্ষার সময় জালিয়াতির চেষ্টায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বারবোসা। এ রায় দিয়েছেন ব্রাজিলের ক্রীড়া আদালত। রিও ডি জেনিরোর ক্লাব সদর দপ্তরে ডোপিং পরীক্ষার সময় অসহযোগিতার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এ ঘটনা গত বছরের ৮ এপ্রিলের। আর সেটির রায় এখন দিয়েছেন আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন বারবোসা। এমনটাই জানিয়েছে সংবাদ এজেন্সি এএফপি।
স্থানীয় মিডিয়ার বরাতে এএফপি আরও জানিয়েছে, বারবোসা সময়সূচি মেনে চলতে ব্যর্থ হয়েছেন। ডোপিং অফিসারদের অসম্মান করেছেন এবং তাঁদের নির্দেশ মানতে অস্বীকার করেছেন। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবোসার বক্তব্য, ‘আমি কখনো কোনো পরীক্ষায় বাধা বা প্রতারণা করার চেষ্টা করিনি। আমি আত্মবিশ্বাসী যে, আমি সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হব।’
যে প্রত্যাশা নিয়ে ফুটবলে আগমন বারবোসার সেটি তিনি প্রমাণ করতে পারেননি। ২০১৬ সালে ইন্টারে গেলেও সান সিরোতে বেশি দিন থাকা হয়নি তাঁর। একে একে ধারে বেনফিকা, সান্তোস ও ফ্লেমেঙ্গোতে যেতে হয়েছে। ২০২০ সাল থেকে স্বদেশি ক্লাব ফ্লেমেঙ্গোতেই আছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন ২০১৬ সালে। ২০২২ সালের পর বারবোসাকে ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি। এই সময়ে ১৮ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। তবে ফ্লেমেঙ্গোর হয়ে ২০১৯ ও ২০২২ সালে কোপা লিবার্তোদোরেসের ফাইনাল গোল করে সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়তা পান বারবোসো।
ব্রাজিলে ‘নতুন পেলে’ কম আসেননি। ক্যারিয়ারের শুরুতে নেইমারও পেয়েছিলেন এই তকমা। এখন তো বেশ কয়েকজন নতুন নেইমারও এসেছেন। ক্যারিয়ারের শুরুতে এমন তকমা পেয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসাও। নেইমারের মতো তিনিও ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোসে।
এরপর ইউরোপেও এসেছিলেন ‘গাবিগোল’ বা ‘গাবি’ নামে পরিচিত বারবোসা। কিন্তু বেশি দিন দেশের বাইরে থাকা হয়নি। ইন্টার মিলান ও বেনফিকা ঘুরে আবারও ধারে চলে যান সান্তোসে। কিন্তু ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পদাঙ্ক অনুসরণ করতে পারেননি।
তবে নেইমারের কাছাকাছি ঠিকই থেকেছেন। সেটি অবশ্য ভিন্নভাবে। নেইমার ২০১৩ সালে সান্তোস ছাড়েন। একই বছর দলটিতে যোগ দেন বারবোসা। জাতীয় দলেও দুজনে একসঙ্গে খেলেছেন। তবে সতীর্থের চেয়ে নেইমারের আত্মীয়ই বেশি হয়ে উঠেছিলেন তিনি। নেইমারের ছোট বোন রাফেয়ালা সান্তোসের সঙ্গে ২০১৭ সালে সম্পর্কে জড়ান বারবোসা। আর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান নেইমারের বোন নিজেই। অবশ্য রাফেয়ালা পরে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করায় এই সম্পর্ক স্থায়ী হয়নি। আর সেই থেকে সিঙ্গেল বারবোসা।
তবে এখন ক্যারিয়ারটাই তাঁর হুমকির মুখে। গত সোমবার ডোপিং পরীক্ষার সময় জালিয়াতির চেষ্টায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বারবোসা। এ রায় দিয়েছেন ব্রাজিলের ক্রীড়া আদালত। রিও ডি জেনিরোর ক্লাব সদর দপ্তরে ডোপিং পরীক্ষার সময় অসহযোগিতার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এ ঘটনা গত বছরের ৮ এপ্রিলের। আর সেটির রায় এখন দিয়েছেন আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন বারবোসা। এমনটাই জানিয়েছে সংবাদ এজেন্সি এএফপি।
স্থানীয় মিডিয়ার বরাতে এএফপি আরও জানিয়েছে, বারবোসা সময়সূচি মেনে চলতে ব্যর্থ হয়েছেন। ডোপিং অফিসারদের অসম্মান করেছেন এবং তাঁদের নির্দেশ মানতে অস্বীকার করেছেন। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবোসার বক্তব্য, ‘আমি কখনো কোনো পরীক্ষায় বাধা বা প্রতারণা করার চেষ্টা করিনি। আমি আত্মবিশ্বাসী যে, আমি সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হব।’
যে প্রত্যাশা নিয়ে ফুটবলে আগমন বারবোসার সেটি তিনি প্রমাণ করতে পারেননি। ২০১৬ সালে ইন্টারে গেলেও সান সিরোতে বেশি দিন থাকা হয়নি তাঁর। একে একে ধারে বেনফিকা, সান্তোস ও ফ্লেমেঙ্গোতে যেতে হয়েছে। ২০২০ সাল থেকে স্বদেশি ক্লাব ফ্লেমেঙ্গোতেই আছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন ২০১৬ সালে। ২০২২ সালের পর বারবোসাকে ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি। এই সময়ে ১৮ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। তবে ফ্লেমেঙ্গোর হয়ে ২০১৯ ও ২০২২ সালে কোপা লিবার্তোদোরেসের ফাইনাল গোল করে সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়তা পান বারবোসো।
আবারও সেই নেপাল। আবারও সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। ২ বছর পর দেখা গেল ইতিহাসের পুনরাবৃত্তিও। এবার বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছে নেপালকে। নারী সাফে টানা দ্বিতীয় শিরোপা জিতল সাবিনা খাতুনের বাংলাদেশ।
৩৪ মিনিট আগেচোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট নেই। এমন পরিস্থিতির কথা বললে অনেকে চোখ বন্ধ করে বাংলাদেশের নাম বলে দেবেন। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে মারাত্মক ধুঁকছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের ‘গেম অ্যাওয়ারনেস’ নিয়ে প্রশ্ন এখন মুশতাক আহমেদেরও।
১ ঘণ্টা আগেনারী সাফের ফাইনাল শুরু হতে বেশিক্ষণ বাকি নেই। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ-নেপাল। ফাইনাল ম্যাচটি টিভিতে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার কিছুই নেই।
৩ ঘণ্টা আগেসফরকারী আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হ
৩ ঘণ্টা আগে