ক্রীড়া ডেস্ক
‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট।
১৯ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে