নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।
অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৪ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৪১ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে