ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন।
রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত।
রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’
শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন।
রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত।
রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’
শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২৪ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে