সেই ফ্রান্সেই স্বপ্নযাত্রা থামল মরক্কোর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ২২: ০৪

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে শেষ ষোলোয় উঠে ইতিহাস গড়েন মরক্কোর মেয়েরা। ইতিহাসটা আরও দীর্ঘায়িত হতে পারত যদি আজ জিততে পারত তারা। ফ্রান্সের কাছে ৪–০ গোলে উড়ে যাওয়ায় তা আর হয়নি। 

এতে করে ছেলেদের মতো মরক্কোর মেয়েদেরও ঘাতক হলো ফ্রান্স। কাতার বিশ্বকাপে একের পর এক জায়ান্ট দলকে হারিয়ে মরক্কোর রূপকথা লিখেছেন হাকিম জিয়েশ–আশরাফ হাকিমিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলেন তাঁরা। ফাইনালে ওঠার ম্যাচে অবশ্য তাঁদের রূপকথা থামিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে–আতোয়াঁন গ্রিজমানরা। 

ছেলেদের সেই প্রতিশোধ নেওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল আজ মরক্কোর মেয়েরা। শোধ নেওয়ার ম্যাচে উল্টো উড়ে যায় তারা। তাদের ৪–০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠল ফরাসিরা। 

হিন্ডমার্শ স্টেডিয়ামে গতকাল শোধ তো দূরের কথা, ফ্রান্সের বিপক্ষে লড়াই জমানোর মতো প্রতিযোগিতাও করতে পারেনি মরক্কো। ম্যাচের বয়স আধা ঘণ্টা হওয়ার আগেই শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে বসে। ফ্রান্সের হয়ে ১৪ মিনিটে গোল উৎসব শুরু করেন কাদিদিয়াতু দিয়ানি। তাঁর গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল হজম করে মরক্কো। 

ফ্রান্সকে ২০ মিনিটে ২–০ ব্যবধানে এগিয়ে দেওয়ার গোলটি করেন কেনজা দালি। পিছিয়ে পড়ে কোথায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে মরক্কোর মেয়েরা, তা না করে উল্টো নিজেদের ভুলে তৃতীয় গোল হজম করে বসে। নিজেদের বক্স থেকে মরক্কোর ডিফেন্ডার নেসরিন এল চাদ ক্লিয়ার করার সময় ফাঁকায় দাঁড়ানো ফ্রান্স ফরোয়ার্ড ইউজিনি লে সোমের বল পেয়ে যান। হাত ছোঁয়া দূরত্বে ২৩ মিনিটে বল পেয়ে গোল করতে ভুল করেননি এই ফরোয়ার্ড। এরপর আর কোনো গোল না হলে ৩–০ ব্যবধানে বিরতিতে যায় ফ্রান্স। 

বিরতির পর দলের শেষ গোলটিও করেন ইউজিনি। ৭০ মিনিটে ডান দিক থেকে বদলি নামা ভিকি বেচোর ক্রসে দ্বিতীয় গোলটি করেন তিনি। সতীর্থর মাপা ক্রসে হেডে গোল করেন তিনি। পরে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি মরক্কো। এতে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে শেষ ষোলোয় ইতিহাস লেখা থেমে গেল তাদের। 

শেষ রাউন্ডের আরেক ম্যাচে ১–০ গোলের জয় পেয়েছে কলম্বিয়া। জ্যামাইকাকে হারিয়ে প্রথমবারের মতো শেষ আটে উঠেছে তারা। দলের জয়সূচক গোলটি করেছেন অধিনায়ক কাতালিনা উসমে। ৫১ মিনিটে আনা গুজমানের ক্রস থেকে গোল করেন তিনি। অথচ এ ম্যাচের আগে কখনো গোলই হজম করেনি জ্যামাইকা। হারার ম্যাচে যখন গোল হজম করল তখন ঘুরে দাঁড়ানোর সুযোগই পেল না ক্যারিবিয়ান দীপপুঞ্জের দলটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত