ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একপেশে দাপট দেখাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে একের পর এক শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ। তবে লিগে এত সাফল্যের পরও একটা আক্ষেপ রয়েই গেছে ম্যানসিটি সমর্থকদের। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি সিটির।
গার্দিওলার দারুণ সাফল্যও ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জিততে না পারার আক্ষেপকে আড়াল করতে পারছে না। তবে গার্দিওলা নিজে অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে খুব বেশি ভাবিত নন। এই শিরোপা জেতাতে সিটি কর্তৃপক্ষ তাঁকে কোচ করে আনেননি বলে মন্তব্য করেছেন তিনি।
একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে গার্দিওলার সিটিকে। একবার হারতে হয়েছে ফাইনালে ওঠে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন গার্দিওলা। সাবেক এই বার্সেলোনা কোচ বলেছেন, ‘মানুষ মনে করতে পারে আমি অজুহাত দিচ্ছি, তবে আমি এখানে চ্যাম্পিয়নস লিগ জিততে আসিনি। মালিকেরা আমাকে এটি জেতার কথা বলেনি। অবশ্যই তারা এটা চায়। আর আমি হচ্ছি প্রথমজন যে এটি জিততে চায়। তবে এমনটা আমি বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনায় চেয়েছিলাম। বার্সায় এই শিরোপা আমি দুইবার জিতেছি।’
শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, মৌসুমে সবগুলো শিরোপা জিততে উন্মুখ গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘প্রতি বছর আমরা চারটি শিরোপায় জিততে চায়। আর আমি যদি ৩০ বছর ধরে কোচ থাকি, আমি প্রতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে চাইব। তবে আমি যখন দুই বছর বার্সা এবং তিন বছর বায়ার্নে ব্যর্থ হয়েছি তখন নিজেকে ব্যর্থ অনুভব করিনি।’
ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একপেশে দাপট দেখাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে একের পর এক শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ। তবে লিগে এত সাফল্যের পরও একটা আক্ষেপ রয়েই গেছে ম্যানসিটি সমর্থকদের। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি সিটির।
গার্দিওলার দারুণ সাফল্যও ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জিততে না পারার আক্ষেপকে আড়াল করতে পারছে না। তবে গার্দিওলা নিজে অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে খুব বেশি ভাবিত নন। এই শিরোপা জেতাতে সিটি কর্তৃপক্ষ তাঁকে কোচ করে আনেননি বলে মন্তব্য করেছেন তিনি।
একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে গার্দিওলার সিটিকে। একবার হারতে হয়েছে ফাইনালে ওঠে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন গার্দিওলা। সাবেক এই বার্সেলোনা কোচ বলেছেন, ‘মানুষ মনে করতে পারে আমি অজুহাত দিচ্ছি, তবে আমি এখানে চ্যাম্পিয়নস লিগ জিততে আসিনি। মালিকেরা আমাকে এটি জেতার কথা বলেনি। অবশ্যই তারা এটা চায়। আর আমি হচ্ছি প্রথমজন যে এটি জিততে চায়। তবে এমনটা আমি বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনায় চেয়েছিলাম। বার্সায় এই শিরোপা আমি দুইবার জিতেছি।’
শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, মৌসুমে সবগুলো শিরোপা জিততে উন্মুখ গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘প্রতি বছর আমরা চারটি শিরোপায় জিততে চায়। আর আমি যদি ৩০ বছর ধরে কোচ থাকি, আমি প্রতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে চাইব। তবে আমি যখন দুই বছর বার্সা এবং তিন বছর বায়ার্নে ব্যর্থ হয়েছি তখন নিজেকে ব্যর্থ অনুভব করিনি।’
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট।
১৫ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে