ক্রীড়া ডেস্ক
আল হিলালের মূল একাদশে জায়গা পাননি নেইমার। নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু তাতে কী! ভক্ত-সমর্থকদের চোখ তো ছিল তাঁর ওপর। ৩৬৯ দিন পর মাঠে ফিরে ব্রাজিলের ফরোয়ার্ড কেমন পারফরম্যান্স করেন, সেটা দেখতেই অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী।
হাজ্জা বিন স্টেডিয়ামে গত রাতে নেইমারের আল হিলাল এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলেছে আল আইনের বিপক্ষে। ৭৭ মিনিটে আল হিলালের মিডফিল্ডার নাসের আল দাওসারির বদলি হিসেবে নামেন নেইমার। বদলি হিসেবে নেমে তিনি গোলের সুযোগ তৈরি করেছিলেন ৮৮ মিনিটে। আলেক্সান্দার মিত্রোভিচের পাস রিসিভ করে আল আইনের লক্ষ্য বরাবর শট নিলেও নেইমার ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। এখানে নেইমারের গোলটা আল আইন গোলরক্ষক খালিদ এইসা প্রতিহত করেন দারুণভাবে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ১৬ মিনিটেও গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাচে একটা গোলও করতে পারেননি।
নেইমারের ফেরার ম্যাচে হয়েছে গোলবন্যা। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে আল হিলাল, আল আইন দুই দলই হ্যাটট্রিক করেছে। আল হিলাল ৫-৪ গোলে হারিয়েছে আল আইনকে। আল হিলালের ফরোয়ার্ড সালেম আল দাওসারি হ্যাটট্রিকের প্রথম গোলটি করেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে। দাওসারি নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন ৬৫ ও ৭৫ মিনিটে। আল আইনের হ্যাটট্রিক করা ফুটবলার সুফিয়ান রাহিমি। ৩৯ ও ৬৭ মিনিটে নিজের প্রথম গোল দুটি করেন রাহিমি।আল আইন ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে পেনাল্টি থেকে।
আল হিলাল-আল আইন ম্যাচে শরীরনির্ভর ফুটবলও দেখা গেছে। ১৪ ও ১০ ফাউল করেছে আল হিলাল ও আল আইন। ৩ হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ড দেখেছে আল হিলাল। ৮২ মিনিটে আলি আলবুলাইহি দেখেন লাল কার্ড। আল আইন পেয়েছে একটি হলুদ কার্ড।
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গত বছরের ১৮ অক্টোবর বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। অ্যান্টেরিয়র ক্রুশিয়র লিগামেন্ট (এসিএল) চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়। চোটে পড়ার আগে একই বছরের আগস্টে আল হিলালে যোগ দেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে তখন খেলার সুযোগ হয়েছিল ৫ ম্যাচ। সব মিলে আল হিলালের জার্সিতে ৬ ম্যাচে ১ গোল করেন নেইমার। ব্রাজিলের ফরোয়ার্ড অ্যাসিস্ট করেন ৩ গোলে।
আল হিলালের মূল একাদশে জায়গা পাননি নেইমার। নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু তাতে কী! ভক্ত-সমর্থকদের চোখ তো ছিল তাঁর ওপর। ৩৬৯ দিন পর মাঠে ফিরে ব্রাজিলের ফরোয়ার্ড কেমন পারফরম্যান্স করেন, সেটা দেখতেই অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী।
হাজ্জা বিন স্টেডিয়ামে গত রাতে নেইমারের আল হিলাল এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলেছে আল আইনের বিপক্ষে। ৭৭ মিনিটে আল হিলালের মিডফিল্ডার নাসের আল দাওসারির বদলি হিসেবে নামেন নেইমার। বদলি হিসেবে নেমে তিনি গোলের সুযোগ তৈরি করেছিলেন ৮৮ মিনিটে। আলেক্সান্দার মিত্রোভিচের পাস রিসিভ করে আল আইনের লক্ষ্য বরাবর শট নিলেও নেইমার ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। এখানে নেইমারের গোলটা আল আইন গোলরক্ষক খালিদ এইসা প্রতিহত করেন দারুণভাবে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ১৬ মিনিটেও গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাচে একটা গোলও করতে পারেননি।
নেইমারের ফেরার ম্যাচে হয়েছে গোলবন্যা। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে আল হিলাল, আল আইন দুই দলই হ্যাটট্রিক করেছে। আল হিলাল ৫-৪ গোলে হারিয়েছে আল আইনকে। আল হিলালের ফরোয়ার্ড সালেম আল দাওসারি হ্যাটট্রিকের প্রথম গোলটি করেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে। দাওসারি নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন ৬৫ ও ৭৫ মিনিটে। আল আইনের হ্যাটট্রিক করা ফুটবলার সুফিয়ান রাহিমি। ৩৯ ও ৬৭ মিনিটে নিজের প্রথম গোল দুটি করেন রাহিমি।আল আইন ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে পেনাল্টি থেকে।
আল হিলাল-আল আইন ম্যাচে শরীরনির্ভর ফুটবলও দেখা গেছে। ১৪ ও ১০ ফাউল করেছে আল হিলাল ও আল আইন। ৩ হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ড দেখেছে আল হিলাল। ৮২ মিনিটে আলি আলবুলাইহি দেখেন লাল কার্ড। আল আইন পেয়েছে একটি হলুদ কার্ড।
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গত বছরের ১৮ অক্টোবর বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। অ্যান্টেরিয়র ক্রুশিয়র লিগামেন্ট (এসিএল) চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়। চোটে পড়ার আগে একই বছরের আগস্টে আল হিলালে যোগ দেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে তখন খেলার সুযোগ হয়েছিল ৫ ম্যাচ। সব মিলে আল হিলালের জার্সিতে ৬ ম্যাচে ১ গোল করেন নেইমার। ব্রাজিলের ফরোয়ার্ড অ্যাসিস্ট করেন ৩ গোলে।
আবারও সেই নেপাল। আবারও সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। ২ বছর পর দেখা গেল ইতিহাসের পুনরাবৃত্তিও। এবার বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছে নেপালকে। নারী সাফে টানা দ্বিতীয় শিরোপা জিতল সাবিনা খাতুনের বাংলাদেশ।
৩৩ মিনিট আগেচোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট নেই। এমন পরিস্থিতির কথা বললে অনেকে চোখ বন্ধ করে বাংলাদেশের নাম বলে দেবেন। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে মারাত্মক ধুঁকছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের ‘গেম অ্যাওয়ারনেস’ নিয়ে প্রশ্ন এখন মুশতাক আহমেদেরও।
১ ঘণ্টা আগেনারী সাফের ফাইনাল শুরু হতে বেশিক্ষণ বাকি নেই। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ-নেপাল। ফাইনাল ম্যাচটি টিভিতে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার কিছুই নেই।
৩ ঘণ্টা আগেসফরকারী আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হ
৩ ঘণ্টা আগে