ক্রীড়া ডেস্ক
কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচটাই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। এই তারকা ফরোয়ার্ডকে নিয়েই এবার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দুটিকে সামনে রেখে গত রাতে আর্জেন্টিনা ২৭ সদস্যের দল ঘোষণা করেছে। মেসি ফিরলেও বাছাইপর্বের দলে নেই ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্তিনেজ। কারণ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করেন মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষককে তাই পরবর্তী দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার নিষেধাজ্ঞার কারণে অক্টোবরে বাছাইপর্বের দলে জায়গা হয়নি মার্তিনেজের।
নিষেধাজ্ঞায় পড়ে যাওয়া মার্তিনেজের পরিবর্তে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবার তিন গোলরক্ষক নিয়েছেন। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দলে থাকা এই তিন গোলরক্ষক হলেন হেরোনিমো রুলি, হুয়ান মুসো এবং ওয়ালতার বেনিতেজ।
এমিলিয়ানো না থাকলেও বাকি দুই মার্তিনেজ আছেন বিশ্বকাপ বাছাইপর্বের দলে। লিসান্দ্রো মার্তিনেজ থাকছেন রক্ষণভাগে। তিনি এরই মধ্যে ‘কসাই’ উপাধি পেয়ে গেছেন। লাওতারো মার্তিনেজ থাকছেন আক্রমণভাগে। মেসি-মার্তিনেজের সঙ্গে আক্রমণভাগে থাকছেন হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচোর মতো তরুণেরা। যেখানে আলভারেজ এবার ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে গেছেন আতলেতিকো মাদ্রিদে।
২৭ সদস্যের বিশ্বকাপ বাছাইপর্বের দলে সবচেয়ে বেশি চার ফুটবলার আতলেতিকো মাদ্রিদ ক্লাবের। আলভারেজ, মুসোর পাশাপাশি বাকি দুই আতলেতিকোর ফুটবলার হলেন রদ্রিগো দি পল ও নাহুয়েল মলিনা। যেখানে মলিনা থাকছেন রক্ষণভাগের দায়িত্বে। মিডফিল্ডে দি পলের সঙ্গে থাকছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজের মতো তারকারা।
আর্জেন্টিনার এবারের বাছাইপর্বের দলে চমক নিকোলাস পাজ। ২০ বছর বয়সী এই মিডফিল্ডার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। চোট কাটিয়ে ফিরেছেন মার্কাস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকোর মতো ডিফেন্ডাররা। রক্ষণভাগে তাঁদের সঙ্গে থাকছেন ৩৬ বছর বয়সী নিকোলাস ওতামেন্দি।
১০ অক্টোবর বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। এস্তাদিও মনুমেন্তাল দি মাচুরিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সেদিন রাত ৩টায় শুরু হবে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা। আলবিসেলেস্তেদের পরবর্তী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে ১৬ অক্টোবর। এই ম্যাচটি এস্তাদিও মাস মনুমেন্তালে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
ভেনেজুয়েলা ও বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনার দল
গোলরক্ষক
হেরোনিমো রুলি (মার্শেই), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), ওয়ালতার বেনিতেজ (পিএসভি আইন্দহফেন)
ডিফেন্ডার
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লিওনার্দো বালের্দি (মার্শেই), হেরমান পেসেলা (রিভারপ্লেট) , নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), মার্কোস আকুনা (রিভারপ্লেট)
মিডফিল্ডার
লিয়ান্দ্রো পারেদেস (রোমা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজিকুয়েল প্যালাসিওস (লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), থিয়াগো আলমাদা (বোতাফোগো), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), পাওলো দিবালা (রোমা), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), ভ্যালেন্টিন কার্বোনি (মার্শেই)
আরও খবর পড়ুন:
কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচটাই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। এই তারকা ফরোয়ার্ডকে নিয়েই এবার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দুটিকে সামনে রেখে গত রাতে আর্জেন্টিনা ২৭ সদস্যের দল ঘোষণা করেছে। মেসি ফিরলেও বাছাইপর্বের দলে নেই ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্তিনেজ। কারণ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করেন মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষককে তাই পরবর্তী দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার নিষেধাজ্ঞার কারণে অক্টোবরে বাছাইপর্বের দলে জায়গা হয়নি মার্তিনেজের।
নিষেধাজ্ঞায় পড়ে যাওয়া মার্তিনেজের পরিবর্তে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবার তিন গোলরক্ষক নিয়েছেন। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দলে থাকা এই তিন গোলরক্ষক হলেন হেরোনিমো রুলি, হুয়ান মুসো এবং ওয়ালতার বেনিতেজ।
এমিলিয়ানো না থাকলেও বাকি দুই মার্তিনেজ আছেন বিশ্বকাপ বাছাইপর্বের দলে। লিসান্দ্রো মার্তিনেজ থাকছেন রক্ষণভাগে। তিনি এরই মধ্যে ‘কসাই’ উপাধি পেয়ে গেছেন। লাওতারো মার্তিনেজ থাকছেন আক্রমণভাগে। মেসি-মার্তিনেজের সঙ্গে আক্রমণভাগে থাকছেন হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচোর মতো তরুণেরা। যেখানে আলভারেজ এবার ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে গেছেন আতলেতিকো মাদ্রিদে।
২৭ সদস্যের বিশ্বকাপ বাছাইপর্বের দলে সবচেয়ে বেশি চার ফুটবলার আতলেতিকো মাদ্রিদ ক্লাবের। আলভারেজ, মুসোর পাশাপাশি বাকি দুই আতলেতিকোর ফুটবলার হলেন রদ্রিগো দি পল ও নাহুয়েল মলিনা। যেখানে মলিনা থাকছেন রক্ষণভাগের দায়িত্বে। মিডফিল্ডে দি পলের সঙ্গে থাকছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজের মতো তারকারা।
আর্জেন্টিনার এবারের বাছাইপর্বের দলে চমক নিকোলাস পাজ। ২০ বছর বয়সী এই মিডফিল্ডার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। চোট কাটিয়ে ফিরেছেন মার্কাস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকোর মতো ডিফেন্ডাররা। রক্ষণভাগে তাঁদের সঙ্গে থাকছেন ৩৬ বছর বয়সী নিকোলাস ওতামেন্দি।
১০ অক্টোবর বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। এস্তাদিও মনুমেন্তাল দি মাচুরিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সেদিন রাত ৩টায় শুরু হবে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা। আলবিসেলেস্তেদের পরবর্তী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে ১৬ অক্টোবর। এই ম্যাচটি এস্তাদিও মাস মনুমেন্তালে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
ভেনেজুয়েলা ও বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনার দল
গোলরক্ষক
হেরোনিমো রুলি (মার্শেই), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), ওয়ালতার বেনিতেজ (পিএসভি আইন্দহফেন)
ডিফেন্ডার
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লিওনার্দো বালের্দি (মার্শেই), হেরমান পেসেলা (রিভারপ্লেট) , নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), মার্কোস আকুনা (রিভারপ্লেট)
মিডফিল্ডার
লিয়ান্দ্রো পারেদেস (রোমা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজিকুয়েল প্যালাসিওস (লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), থিয়াগো আলমাদা (বোতাফোগো), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), পাওলো দিবালা (রোমা), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), ভ্যালেন্টিন কার্বোনি (মার্শেই)
আরও খবর পড়ুন:
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
২০ মিনিট আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৩ ঘণ্টা আগে