নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলাটা ড্র হলেই নতুন করে আবারও ম্যাচ খেলতে হতো বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। খেলাটা যখন প্লে-অফের দিকে গড়াচ্ছে, তখনই বসুন্ধরা কিংসের জাদু। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল লিগের হ্যাটট্রিক শিরোপা সাবিনা খাতুনদের।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার মেয়েরা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্টে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা। শুধু এই লিগেই নয়, তিন লিগ মিলিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত দলটি।
বসুন্ধরার জয়ে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ল আতাউর রহমান কলেজ সিএসসির। আজকের ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জিতেছিল সোহাগী কিসকুর দল। বসুন্ধরার কাছে এক ম্যাচ হেরেই ৩০ পয়েন্টে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ এআরবি সিএসসি।
অবশ্য ম্যাচটা জিততে বেশ কষ্টই হয়েছে বসুন্ধরার। আগের ১০ ম্যাচে যেভাবে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন সাবিনারা, আজ শেষ ম্যাচে হলো তার ঠিক উল্টো। দুই দলের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। আর তাই গোল পেতে বসুন্ধরাকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। মণিকা চাকমার ছোট করে নেওয়া কর্নার থেকে বল পান সাবিনা। তার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বড় করেন শামসুন্নাহার সিনিয়র।
২৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআরবি সিএসসির আকলিমা খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের শাহেদা আক্তার রিপা।
খেলাটা ড্র হলেই নতুন করে আবারও ম্যাচ খেলতে হতো বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। খেলাটা যখন প্লে-অফের দিকে গড়াচ্ছে, তখনই বসুন্ধরা কিংসের জাদু। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল লিগের হ্যাটট্রিক শিরোপা সাবিনা খাতুনদের।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার মেয়েরা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্টে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা। শুধু এই লিগেই নয়, তিন লিগ মিলিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত দলটি।
বসুন্ধরার জয়ে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ল আতাউর রহমান কলেজ সিএসসির। আজকের ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জিতেছিল সোহাগী কিসকুর দল। বসুন্ধরার কাছে এক ম্যাচ হেরেই ৩০ পয়েন্টে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ এআরবি সিএসসি।
অবশ্য ম্যাচটা জিততে বেশ কষ্টই হয়েছে বসুন্ধরার। আগের ১০ ম্যাচে যেভাবে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন সাবিনারা, আজ শেষ ম্যাচে হলো তার ঠিক উল্টো। দুই দলের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। আর তাই গোল পেতে বসুন্ধরাকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। মণিকা চাকমার ছোট করে নেওয়া কর্নার থেকে বল পান সাবিনা। তার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বড় করেন শামসুন্নাহার সিনিয়র।
২৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআরবি সিএসসির আকলিমা খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের শাহেদা আক্তার রিপা।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
১৭ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে