নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠিন একটা ম্যাচের অপেক্ষায় ছিলেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। কঠিন ম্যাচ মানে যে হেরে যাবেন, সেটা নিশ্চয় অনুমান করতে পারেননি স্প্যানিশ কোচ। কে জানত ধুঁকতে থাকা মোহামেডান হঠাৎ শিরোপার গন্ধে আটকে দেবে লিগের সবচেয়ে সেরা দলটাকে!
১০ বারের ফেডারেশন কাপ জয়ী মোহামেডান তাদের সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০০৯ সালে। আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতার পর ফেড কাপের ফাইনালেও ওঠা হয়নি ঐতিহ্যবাহী সাদা-কালোদের। ১৪ বছর পর ফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডান হারিয়ে দিয়েছে দেশের বর্তমান ফুটবলের সবচেয়ে বড় দল বসুন্ধরা কিংসকে। রজার অলিভিয়েরা ও সুলেমানে দিয়াবাতের গোলে সাদা-কালোদের জয় ২-১ গোলে।
মোহামেডানের কাছে হেরে টানা দুই মৌসুম ফেড কাপের শিরোপা বঞ্চিত হলো বসুন্ধরা। গত মৌসুমে কমলাপুর স্টেডিয়ামের বাজে টার্ফে খেলতে অস্বীকৃতি দিয়েছিল বসুন্ধরা। এবার তো সেমিতে হেরেই বসল মোহামেডানের কাছে।
আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অন্যরকম এক মোহামেডানকে দেখা গেছে শুরু থেকেই। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় সাফল্য পায় আলফাজ আহমেদের দল। ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার অলিভিয়েরার শট থেকে টোকায় বল জালে জড়ান ইমানুয়েল সানডে। যদিও গোলটি শেষ পর্যন্ত রজারের নামেই লেখা হয়েছে। মোহামেডানের এই তড়িৎ চমক যেন বুঝেই উঠতে পারেননি বসুন্ধরার ডিফেন্ডারেরা।
গোল খেয়ে অবশ্য খানিকটা সময় নিয়েই নিজেদের সামলে উঠতে শুরু করে বসুন্ধরা। ২১ মিনিটে ব্রাজিলিয়ান মিগেল দামাশিনার কর্নারে নিজেদের জালে প্রায় বলই জড়িয়ে বসতে বসেছিলেন মেহেদী মিঠু। কপাল ভালো মোহামেডানের, মেহেদীর সেই হেড লক্ষ্যে ছিল না।
৩৫ তম মিনিটে পাল্টা আক্রমণের সুযোগ পান মোহামেডানের এমানুয়েল। গায়ের সঙ্গে ডিফেন্ডার সেঁটে থাকায় সুবিধে করতে পারছিলেন না; তাই শেষ পর্যন্ত দূরের পোস্টে শট নিলেও তা লক্ষ্যে থাকেনি।
আক্রমণ ধরে রেখে সাফল্য পেয়ে যায় বসুন্ধরা। ইরানি ডিফেন্ডার রেজা খানজাদের ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শট নেন দরিয়েলতন গোমেজ। গোলরক্ষক সুজন হোসেন ঝাঁপিয়ে পড়লেও পাননি বলের নাগাল।
সমতায় থাকা ম্যাচটা জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে বসুন্ধরাকে থমকে দিয়ে আবারও এগিয়ে যায় মোহামেডান। ইমানুয়েলের পাসে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান সুলেমান দিয়াবাতে।
পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি বসুন্ধরা। তাতে থমকে গেল এই মৌসুমে তাদের অজেয় থাকার অভিযানও। লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও ফেড কাপে মোহামেডানের কাছে হারের তেঁতো স্বাদ গিলতে হয়েছে বসুন্ধরাকে। ২০২১ সালে ফেড কাপে সব শেষ এই মোহামেডানের কাছেই হেরেছিল বসুন্ধরা।
ফাইনালে ওঠে এখন আবাহনীর অপেক্ষায় মোহামেডান। ১৬ মে দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেলের বিপক্ষে খেলবে আবাহনী। আবাহনী জিতলেই ২০০৯ সালের পর আবারও মোহামেডান-আবাহনীর শিরোপার লড়াই দেখা যাবে ফেডারেশন কাপে।
কঠিন একটা ম্যাচের অপেক্ষায় ছিলেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। কঠিন ম্যাচ মানে যে হেরে যাবেন, সেটা নিশ্চয় অনুমান করতে পারেননি স্প্যানিশ কোচ। কে জানত ধুঁকতে থাকা মোহামেডান হঠাৎ শিরোপার গন্ধে আটকে দেবে লিগের সবচেয়ে সেরা দলটাকে!
১০ বারের ফেডারেশন কাপ জয়ী মোহামেডান তাদের সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০০৯ সালে। আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতার পর ফেড কাপের ফাইনালেও ওঠা হয়নি ঐতিহ্যবাহী সাদা-কালোদের। ১৪ বছর পর ফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডান হারিয়ে দিয়েছে দেশের বর্তমান ফুটবলের সবচেয়ে বড় দল বসুন্ধরা কিংসকে। রজার অলিভিয়েরা ও সুলেমানে দিয়াবাতের গোলে সাদা-কালোদের জয় ২-১ গোলে।
মোহামেডানের কাছে হেরে টানা দুই মৌসুম ফেড কাপের শিরোপা বঞ্চিত হলো বসুন্ধরা। গত মৌসুমে কমলাপুর স্টেডিয়ামের বাজে টার্ফে খেলতে অস্বীকৃতি দিয়েছিল বসুন্ধরা। এবার তো সেমিতে হেরেই বসল মোহামেডানের কাছে।
আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অন্যরকম এক মোহামেডানকে দেখা গেছে শুরু থেকেই। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় সাফল্য পায় আলফাজ আহমেদের দল। ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার অলিভিয়েরার শট থেকে টোকায় বল জালে জড়ান ইমানুয়েল সানডে। যদিও গোলটি শেষ পর্যন্ত রজারের নামেই লেখা হয়েছে। মোহামেডানের এই তড়িৎ চমক যেন বুঝেই উঠতে পারেননি বসুন্ধরার ডিফেন্ডারেরা।
গোল খেয়ে অবশ্য খানিকটা সময় নিয়েই নিজেদের সামলে উঠতে শুরু করে বসুন্ধরা। ২১ মিনিটে ব্রাজিলিয়ান মিগেল দামাশিনার কর্নারে নিজেদের জালে প্রায় বলই জড়িয়ে বসতে বসেছিলেন মেহেদী মিঠু। কপাল ভালো মোহামেডানের, মেহেদীর সেই হেড লক্ষ্যে ছিল না।
৩৫ তম মিনিটে পাল্টা আক্রমণের সুযোগ পান মোহামেডানের এমানুয়েল। গায়ের সঙ্গে ডিফেন্ডার সেঁটে থাকায় সুবিধে করতে পারছিলেন না; তাই শেষ পর্যন্ত দূরের পোস্টে শট নিলেও তা লক্ষ্যে থাকেনি।
আক্রমণ ধরে রেখে সাফল্য পেয়ে যায় বসুন্ধরা। ইরানি ডিফেন্ডার রেজা খানজাদের ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শট নেন দরিয়েলতন গোমেজ। গোলরক্ষক সুজন হোসেন ঝাঁপিয়ে পড়লেও পাননি বলের নাগাল।
সমতায় থাকা ম্যাচটা জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে বসুন্ধরাকে থমকে দিয়ে আবারও এগিয়ে যায় মোহামেডান। ইমানুয়েলের পাসে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান সুলেমান দিয়াবাতে।
পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি বসুন্ধরা। তাতে থমকে গেল এই মৌসুমে তাদের অজেয় থাকার অভিযানও। লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও ফেড কাপে মোহামেডানের কাছে হারের তেঁতো স্বাদ গিলতে হয়েছে বসুন্ধরাকে। ২০২১ সালে ফেড কাপে সব শেষ এই মোহামেডানের কাছেই হেরেছিল বসুন্ধরা।
ফাইনালে ওঠে এখন আবাহনীর অপেক্ষায় মোহামেডান। ১৬ মে দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেলের বিপক্ষে খেলবে আবাহনী। আবাহনী জিতলেই ২০০৯ সালের পর আবারও মোহামেডান-আবাহনীর শিরোপার লড়াই দেখা যাবে ফেডারেশন কাপে।
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
২ ঘণ্টা আগে