জয় কাকে বলে, সেটা ভুলতেই বসেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, চ্যাম্পিয়নস লিগ—কোথাও তারা জিততে পারছিল না। হার ও ড্রয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অবশেষে গত রাতে পেল অধরা জয়। জয়টা যে কতটুকু স্বস্তির, সেটা আর্লিং হালান্ড-পেপ গার্দিওলাদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে।
ইতিহাদে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল সিটি। এমন জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের দুটি ছবি পোস্ট করেছেন হালান্ড। একটি ছবিতে দেখা যাচ্ছে, হালান্ডকে টেনে ধরছেন ফরেস্টের দুই ফুটবলার। অন্য ছবিতে ছিল সিটির খেলোয়াড়দের উদ্যাপন। হালান্ড ক্যাপশন দিয়েছেন, ‘কঠিন এক সময় পার করার পর দারুণ এক জয়। সেগুলো পেছনে ফেলে সামনের দিকে তাকাতে হবে।’
নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির তিন ফুটবলার গোল করেছেন। আট মিনিটে বার্নার্দো সিলভা ম্যাচে গোলমুখ খোলেন। ৩১ ও ৫৭ মিনিটে সিটির অপর ২ গোল করেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। তবে গত কয়েক ম্যাচে দেখা গেছে, এমন অবস্থায় থেকেও সিটি জিততে পারেনি। এ কারণে শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা কাজ করছিল বলে জানিয়েছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে সিটি কোচ বলেন, ‘ক্লাব, খেলোয়াড় সবারই এটা ধরে রাখতে হবে। গত কদিন ধরে যা হচ্ছিল, তাতে শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা আসলেই চিন্তামুক্ত হতে পারছিলাম না।’
এ বছরের ২৬ অক্টোবর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল ম্যান সিটি। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলে সিটি হারে ৬ ম্যাচ এবং ড্র করে ১ ম্যাচ। ইতিহাদে গত রাতে ফরেস্টের বিপক্ষে স্বস্তির জয়ের পর গার্দিওলা বলেন, ‘আমাদের এটা দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে না জেতার অভ্যাসটা ভাঙার খুব দরকার ছিল। শেষ পর্যন্ত আমরা জিতেছি। তবে আমাদের এটা ধরে রাখতে হবে।’
নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন চারে অবস্থান করছে। ১৪ ম্যাচে ৮ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে সিটির পয়েন্ট এখন ২৬। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫। দুই ও তিন নম্বরে থাকা চেলসি, আর্সেনাল দুই দলেরই সমান ২৮ পয়েন্ট। প্রিমিয়ার লিগের প্রথম চার দলের সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে।
জয় কাকে বলে, সেটা ভুলতেই বসেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, চ্যাম্পিয়নস লিগ—কোথাও তারা জিততে পারছিল না। হার ও ড্রয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অবশেষে গত রাতে পেল অধরা জয়। জয়টা যে কতটুকু স্বস্তির, সেটা আর্লিং হালান্ড-পেপ গার্দিওলাদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে।
ইতিহাদে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল সিটি। এমন জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের দুটি ছবি পোস্ট করেছেন হালান্ড। একটি ছবিতে দেখা যাচ্ছে, হালান্ডকে টেনে ধরছেন ফরেস্টের দুই ফুটবলার। অন্য ছবিতে ছিল সিটির খেলোয়াড়দের উদ্যাপন। হালান্ড ক্যাপশন দিয়েছেন, ‘কঠিন এক সময় পার করার পর দারুণ এক জয়। সেগুলো পেছনে ফেলে সামনের দিকে তাকাতে হবে।’
নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির তিন ফুটবলার গোল করেছেন। আট মিনিটে বার্নার্দো সিলভা ম্যাচে গোলমুখ খোলেন। ৩১ ও ৫৭ মিনিটে সিটির অপর ২ গোল করেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। তবে গত কয়েক ম্যাচে দেখা গেছে, এমন অবস্থায় থেকেও সিটি জিততে পারেনি। এ কারণে শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা কাজ করছিল বলে জানিয়েছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে সিটি কোচ বলেন, ‘ক্লাব, খেলোয়াড় সবারই এটা ধরে রাখতে হবে। গত কদিন ধরে যা হচ্ছিল, তাতে শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা আসলেই চিন্তামুক্ত হতে পারছিলাম না।’
এ বছরের ২৬ অক্টোবর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল ম্যান সিটি। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলে সিটি হারে ৬ ম্যাচ এবং ড্র করে ১ ম্যাচ। ইতিহাদে গত রাতে ফরেস্টের বিপক্ষে স্বস্তির জয়ের পর গার্দিওলা বলেন, ‘আমাদের এটা দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে না জেতার অভ্যাসটা ভাঙার খুব দরকার ছিল। শেষ পর্যন্ত আমরা জিতেছি। তবে আমাদের এটা ধরে রাখতে হবে।’
নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন চারে অবস্থান করছে। ১৪ ম্যাচে ৮ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে সিটির পয়েন্ট এখন ২৬। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫। দুই ও তিন নম্বরে থাকা চেলসি, আর্সেনাল দুই দলেরই সমান ২৮ পয়েন্ট। প্রিমিয়ার লিগের প্রথম চার দলের সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে।
ওয়েস্ট ইন্ডিজের এক প্রথম শ্রেণির ক্রিকেটে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনেছেন তিন ক্রিকেটার। গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ তাঁদের জরিমানা করা হয়েছে। যাঁদের মধ্যে রোনালদো নামে এক ক্রিকেটার প্রথমে তাঁর অপরাধ স্বীকার করেনইনি।
৩৫ মিনিট আগেএবারের পিএসএলে রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা খেলেছিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। তবে সেই ম্যাচে লাহোরের একাদশে সুযোগ মেলেনি রিশাদের। এক দিন বিরতি দিয়ে আজ লাহোর কালান্দার্স খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ রাত ৯টায়...
১ ঘণ্টা আগেযেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ ঘণ্টা আগে