ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেক হয়েই গেল কিলিয়ান এমবাপ্পের। রেকর্ড ষষ্ঠবার উয়েফা সুপার কাপ গত রাতে জিতল রিয়াল। ‘রয়্যাল মাদ্রিদের’ শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি।
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ খেলেছে আতালান্তার বিপক্ষে। রিয়ালে অভিষেকের ম্যাচে শুরুর একাদশে ছিলেন
এমবাপ্পে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে রিয়াল। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেদেরিকো ভালভার্দে। কিছুক্ষণ পরই রিয়ালে প্রথম গোলের দেখা পান এমবাপ্পে। ৬৮ মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন জুড বেলিংহাম। শেষ পর্যন্ত আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপ জিতল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পাঁচবার জিতেছে সুপার কাপ। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘এটা জাদুকরী এক রাত। এমন রাতের স্বপ্ন সব সময় দেখেছি। এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে।’
২০২৩-২৪ মৌসুম লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—তিনটি মেজর শিরোপা জিতে শেষ করেছিল রিয়াল। তাতে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ
ও স্প্যানিশ সুপার কাপে রিয়ালের শিরোপা হলো ৩৬, ১৫ ও ১৩। শিরোপার ভান্ডারে পরিপূর্ণ ‘রয়্যাল মাদ্রিদ’ নতুন মৌসুমটা শুরুটাও তো হলো জয় দিয়ে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা সত্যিই অসাধারণ। খুবই খুশি আজ (গত রাতে) এখানে অভিষেক করতে পেরে। অবশ্যই শিরোপা জিততে চেয়েছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেকের পরই যেন আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়েছে এমবাপ্পের। ক্লাবটিতে গোলের বন্যা বইয়ে দিতে চান ফরাসি এই ফরোয়ার্ড, ‘আমার কোনো সীমা নেই। যদি ৫০ গোল করতে পারি, তাহলে করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দল হিসেবে জয়।’
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেক হয়েই গেল কিলিয়ান এমবাপ্পের। রেকর্ড ষষ্ঠবার উয়েফা সুপার কাপ গত রাতে জিতল রিয়াল। ‘রয়্যাল মাদ্রিদের’ শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি।
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ খেলেছে আতালান্তার বিপক্ষে। রিয়ালে অভিষেকের ম্যাচে শুরুর একাদশে ছিলেন
এমবাপ্পে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে রিয়াল। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেদেরিকো ভালভার্দে। কিছুক্ষণ পরই রিয়ালে প্রথম গোলের দেখা পান এমবাপ্পে। ৬৮ মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন জুড বেলিংহাম। শেষ পর্যন্ত আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপ জিতল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পাঁচবার জিতেছে সুপার কাপ। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘এটা জাদুকরী এক রাত। এমন রাতের স্বপ্ন সব সময় দেখেছি। এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে।’
২০২৩-২৪ মৌসুম লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—তিনটি মেজর শিরোপা জিতে শেষ করেছিল রিয়াল। তাতে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ
ও স্প্যানিশ সুপার কাপে রিয়ালের শিরোপা হলো ৩৬, ১৫ ও ১৩। শিরোপার ভান্ডারে পরিপূর্ণ ‘রয়্যাল মাদ্রিদ’ নতুন মৌসুমটা শুরুটাও তো হলো জয় দিয়ে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা সত্যিই অসাধারণ। খুবই খুশি আজ (গত রাতে) এখানে অভিষেক করতে পেরে। অবশ্যই শিরোপা জিততে চেয়েছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেকের পরই যেন আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়েছে এমবাপ্পের। ক্লাবটিতে গোলের বন্যা বইয়ে দিতে চান ফরাসি এই ফরোয়ার্ড, ‘আমার কোনো সীমা নেই। যদি ৫০ গোল করতে পারি, তাহলে করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দল হিসেবে জয়।’
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১২ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১৪ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে