রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেক হয়েই গেল কিলিয়ান এমবাপ্পের। রেকর্ড ষষ্ঠবার উয়েফা সুপার কাপ গত রাতে জিতল রিয়াল। ‘রয়্যাল মাদ্রিদের’ শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি।
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ খেলেছে আতালান্তার বিপক্ষে। রিয়ালে অভিষেকের ম্যাচে শুরুর একাদশে ছিলেন
এমবাপ্পে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে রিয়াল। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেদেরিকো ভালভার্দে। কিছুক্ষণ পরই রিয়ালে প্রথম গোলের দেখা পান এমবাপ্পে। ৬৮ মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন জুড বেলিংহাম। শেষ পর্যন্ত আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপ জিতল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পাঁচবার জিতেছে সুপার কাপ। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘এটা জাদুকরী এক রাত। এমন রাতের স্বপ্ন সব সময় দেখেছি। এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে।’
২০২৩-২৪ মৌসুম লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—তিনটি মেজর শিরোপা জিতে শেষ করেছিল রিয়াল। তাতে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ
ও স্প্যানিশ সুপার কাপে রিয়ালের শিরোপা হলো ৩৬, ১৫ ও ১৩। শিরোপার ভান্ডারে পরিপূর্ণ ‘রয়্যাল মাদ্রিদ’ নতুন মৌসুমটা শুরুটাও তো হলো জয় দিয়ে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা সত্যিই অসাধারণ। খুবই খুশি আজ (গত রাতে) এখানে অভিষেক করতে পেরে। অবশ্যই শিরোপা জিততে চেয়েছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেকের পরই যেন আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়েছে এমবাপ্পের। ক্লাবটিতে গোলের বন্যা বইয়ে দিতে চান ফরাসি এই ফরোয়ার্ড, ‘আমার কোনো সীমা নেই। যদি ৫০ গোল করতে পারি, তাহলে করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দল হিসেবে জয়।’
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেক হয়েই গেল কিলিয়ান এমবাপ্পের। রেকর্ড ষষ্ঠবার উয়েফা সুপার কাপ গত রাতে জিতল রিয়াল। ‘রয়্যাল মাদ্রিদের’ শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি।
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ খেলেছে আতালান্তার বিপক্ষে। রিয়ালে অভিষেকের ম্যাচে শুরুর একাদশে ছিলেন
এমবাপ্পে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে রিয়াল। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেদেরিকো ভালভার্দে। কিছুক্ষণ পরই রিয়ালে প্রথম গোলের দেখা পান এমবাপ্পে। ৬৮ মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন জুড বেলিংহাম। শেষ পর্যন্ত আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপ জিতল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পাঁচবার জিতেছে সুপার কাপ। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘এটা জাদুকরী এক রাত। এমন রাতের স্বপ্ন সব সময় দেখেছি। এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে।’
২০২৩-২৪ মৌসুম লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—তিনটি মেজর শিরোপা জিতে শেষ করেছিল রিয়াল। তাতে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ
ও স্প্যানিশ সুপার কাপে রিয়ালের শিরোপা হলো ৩৬, ১৫ ও ১৩। শিরোপার ভান্ডারে পরিপূর্ণ ‘রয়্যাল মাদ্রিদ’ নতুন মৌসুমটা শুরুটাও তো হলো জয় দিয়ে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা সত্যিই অসাধারণ। খুবই খুশি আজ (গত রাতে) এখানে অভিষেক করতে পেরে। অবশ্যই শিরোপা জিততে চেয়েছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো অভিষেকের পরই যেন আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়েছে এমবাপ্পের। ক্লাবটিতে গোলের বন্যা বইয়ে দিতে চান ফরাসি এই ফরোয়ার্ড, ‘আমার কোনো সীমা নেই। যদি ৫০ গোল করতে পারি, তাহলে করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দল হিসেবে জয়।’
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে