নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষ হলেই আনুষ্ঠানিকভাবে শেষ হবে ২০২০-২১ ইউরোপিয়ান ফুটবল মৌসুম। নতুন মৌসুমের আগে কোচ–খেলোয়াড়েরা দল পাল্টাবেন। আগামী দুই মাসে অনেক পালাবদল ঘটবে একেকটি ক্লাবে। তবে সেই বদলটা যেন এবার একটু আগেই চলে এসেছে। ফুটবলের বাজার আগেই গরম করে ফেলেছেন বড় বড় ক্লাবের খ্যাতনামা সব কোচ।
পালাবদলের শুরুটা অবশ্য আগেই হয়েছিল। জিনেদিন জিদান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। সোনায় মোড়ানো দেড় মৌসুম কাটানোর পর বায়ার্ন মিউনিখ মৌখিকভাবে বিদায় বলেন হান্সি ফ্লিক। জুভেন্টাস থেকে চাকরি গেছে আন্দ্রেয়া পিরলোর। তবে সবাইকে অবাক করেছে, ইন্টার মিলান এবং লিলকে এক দশক পর লিগ শিরোপা জেতানো কোচ আন্তোনিও কন্তে ও ক্রিস্টোফার গালতিয়েরের বিদায়!
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে গত দেড় বছরে ফুটবলে বড় ক্ষত রেখে গেছে করোনা মহামারি। ব্যবসায়িক গবেষণা প্রতিষ্ঠান কেপিএমজি বলছে, এ সময়ে ইউরোপের সেরা ৩২ দলের মোট আর্থিক ক্ষতি ৬ দশমিক ১ বিলিয়ন ইউরো। বার্সেলোনা-ইন্টার মিলানের মতো ক্লাবগুলো আর্থিক দেনায় জর্জরিত। একটি শক্তিশালী দল গড়তে যতটা অর্থের দরকার, তার অর্ধেকও পাননি কন্তের মতো প্রতিভাবান কোচ।
তবু নিজের খেল দেখিয়েছেন কন্তে। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ১১ বছর পর ইন্টারকে জিতিয়েছেন সিরি ‘আ’ শিরোপা। লিগ জেতার কন্তের চাওয়া ছিল দলে আরও বড় বিনিয়োগ, যাতে চ্যাম্পিয়নস লিগে লড়তে পারে তাঁর দল। ক্লাবের পক্ষ থেকে স্পষ্টই কন্তেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সেই সামর্থ্য নেই। পারলে কিছু খেলোয়াড় বিক্রি করে আরও খরচ কমাতে চায় তারা। ক্ষোভ থেকে এরপর নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কন্তের। ইন্টারে তাঁর জায়গায় আসছেন দলের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
গালতিয়ের আর ফ্লিক সরে দাঁড়াচ্ছেন অন্য আরেক কারণে। ফরাসি লিগের ‘রবিন হুড’খ্যাত ক্রিস্টোফার গালতিয়ের লিলকে লিগ জেতানোর পর নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। পরের মৌসুমে তাঁকে দেখা যাবে এমন এক ক্লাবে, যারা শিরোপার স্বাদ থেকে বঞ্চিত বহুদিন। বায়ার্নকে নতুন কিছু জেতানোর কিছু নেই বলে জার্মানির দায়িত্ব নিচ্ছেন ফ্লিক।
ফ্লিকের বায়ার্ন ছাড়ার ঘোষণায় রদবদল ঘটেছে জার্মান লিগে। লাইপজিগ ছেড়ে বায়ার্নে এসেছেন ইউলিয়ান নাগলসম্যান। তাঁর স্থলাভিষিক্ত হবেন হেসে মার্সচ।
জোড়াতালির দল নিয়ে লা লিগায় শেষ পর্যন্ত লড়াই করে গেছেন জিদান। রিয়াল মাদ্রিদকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তবু দল এবার শিরোপা জেতেনি। অনেকটা বিরক্ত নিয়েই প্রিয় ক্লাবকে ‘না’ করে দিয়েছেন জিজু।
ঢাকা: আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষ হলেই আনুষ্ঠানিকভাবে শেষ হবে ২০২০-২১ ইউরোপিয়ান ফুটবল মৌসুম। নতুন মৌসুমের আগে কোচ–খেলোয়াড়েরা দল পাল্টাবেন। আগামী দুই মাসে অনেক পালাবদল ঘটবে একেকটি ক্লাবে। তবে সেই বদলটা যেন এবার একটু আগেই চলে এসেছে। ফুটবলের বাজার আগেই গরম করে ফেলেছেন বড় বড় ক্লাবের খ্যাতনামা সব কোচ।
পালাবদলের শুরুটা অবশ্য আগেই হয়েছিল। জিনেদিন জিদান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। সোনায় মোড়ানো দেড় মৌসুম কাটানোর পর বায়ার্ন মিউনিখ মৌখিকভাবে বিদায় বলেন হান্সি ফ্লিক। জুভেন্টাস থেকে চাকরি গেছে আন্দ্রেয়া পিরলোর। তবে সবাইকে অবাক করেছে, ইন্টার মিলান এবং লিলকে এক দশক পর লিগ শিরোপা জেতানো কোচ আন্তোনিও কন্তে ও ক্রিস্টোফার গালতিয়েরের বিদায়!
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে গত দেড় বছরে ফুটবলে বড় ক্ষত রেখে গেছে করোনা মহামারি। ব্যবসায়িক গবেষণা প্রতিষ্ঠান কেপিএমজি বলছে, এ সময়ে ইউরোপের সেরা ৩২ দলের মোট আর্থিক ক্ষতি ৬ দশমিক ১ বিলিয়ন ইউরো। বার্সেলোনা-ইন্টার মিলানের মতো ক্লাবগুলো আর্থিক দেনায় জর্জরিত। একটি শক্তিশালী দল গড়তে যতটা অর্থের দরকার, তার অর্ধেকও পাননি কন্তের মতো প্রতিভাবান কোচ।
তবু নিজের খেল দেখিয়েছেন কন্তে। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ১১ বছর পর ইন্টারকে জিতিয়েছেন সিরি ‘আ’ শিরোপা। লিগ জেতার কন্তের চাওয়া ছিল দলে আরও বড় বিনিয়োগ, যাতে চ্যাম্পিয়নস লিগে লড়তে পারে তাঁর দল। ক্লাবের পক্ষ থেকে স্পষ্টই কন্তেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সেই সামর্থ্য নেই। পারলে কিছু খেলোয়াড় বিক্রি করে আরও খরচ কমাতে চায় তারা। ক্ষোভ থেকে এরপর নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কন্তের। ইন্টারে তাঁর জায়গায় আসছেন দলের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
গালতিয়ের আর ফ্লিক সরে দাঁড়াচ্ছেন অন্য আরেক কারণে। ফরাসি লিগের ‘রবিন হুড’খ্যাত ক্রিস্টোফার গালতিয়ের লিলকে লিগ জেতানোর পর নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। পরের মৌসুমে তাঁকে দেখা যাবে এমন এক ক্লাবে, যারা শিরোপার স্বাদ থেকে বঞ্চিত বহুদিন। বায়ার্নকে নতুন কিছু জেতানোর কিছু নেই বলে জার্মানির দায়িত্ব নিচ্ছেন ফ্লিক।
ফ্লিকের বায়ার্ন ছাড়ার ঘোষণায় রদবদল ঘটেছে জার্মান লিগে। লাইপজিগ ছেড়ে বায়ার্নে এসেছেন ইউলিয়ান নাগলসম্যান। তাঁর স্থলাভিষিক্ত হবেন হেসে মার্সচ।
জোড়াতালির দল নিয়ে লা লিগায় শেষ পর্যন্ত লড়াই করে গেছেন জিদান। রিয়াল মাদ্রিদকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তবু দল এবার শিরোপা জেতেনি। অনেকটা বিরক্ত নিয়েই প্রিয় ক্লাবকে ‘না’ করে দিয়েছেন জিজু।
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৪ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৪২ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে