ক্রীড়া ডেস্ক
আজ রাতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল ম্যাচের মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্ট শেষে স্বাভাবিকভাবেই ফুটবলারদের পারফরম্যান্সে কাটাছেঁড়া হবে। যাঁরা ইউরো রাঙিয়েছেন কিংবা প্রত্যাশা মতো খেলতে পারেননি, সবকিছুই এখন স্পষ্ট।
২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়দের একাদশে সঙ্গে বাজে পারফরমারদের একাদশও তৈরি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। এই অপ্রত্যাশিত একাদশে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও রেখেছে তারা।
ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি। কোনো গোলের দেখা না পাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার আলোচনায় ছিলেন গোল মিসের জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পর তো জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম বিবিসির একটি ক্যাপশনে লিখেছিল ‘মিস্টিয়ানো পেনালদো’!
পর্তুগালের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দলের কোচ অবশ্য রবার্তো মার্তিনেজ তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে বসিয়ে রোনালদোর ওপরই ভরসা রাখেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি সিআর-সেভেন। উল্টো গোল মিসের মিছিলে যোগ দেন তিনি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মার্কার ফ্লপ একাদশ: ডোমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), জিওভান্নি ডি লরেনসো (ইতালি), জিয়ানলুকা মানচিনি (ইতালি), আন্দ্রেস ক্রিস্টেনসন (ডেনমার্ক), আলেকজান্ডার জিনচেঙ্কো (ইউক্রেন), জন ম্যাকগিন (স্কটল্যান্ড), সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), ডোমিনিক সোবোসজলাই (হাঙ্গেরি), দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া), রোমেলু লুকাকু (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
আজ রাতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল ম্যাচের মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্ট শেষে স্বাভাবিকভাবেই ফুটবলারদের পারফরম্যান্সে কাটাছেঁড়া হবে। যাঁরা ইউরো রাঙিয়েছেন কিংবা প্রত্যাশা মতো খেলতে পারেননি, সবকিছুই এখন স্পষ্ট।
২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়দের একাদশে সঙ্গে বাজে পারফরমারদের একাদশও তৈরি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। এই অপ্রত্যাশিত একাদশে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও রেখেছে তারা।
ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি। কোনো গোলের দেখা না পাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার আলোচনায় ছিলেন গোল মিসের জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পর তো জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম বিবিসির একটি ক্যাপশনে লিখেছিল ‘মিস্টিয়ানো পেনালদো’!
পর্তুগালের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দলের কোচ অবশ্য রবার্তো মার্তিনেজ তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে বসিয়ে রোনালদোর ওপরই ভরসা রাখেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি সিআর-সেভেন। উল্টো গোল মিসের মিছিলে যোগ দেন তিনি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মার্কার ফ্লপ একাদশ: ডোমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), জিওভান্নি ডি লরেনসো (ইতালি), জিয়ানলুকা মানচিনি (ইতালি), আন্দ্রেস ক্রিস্টেনসন (ডেনমার্ক), আলেকজান্ডার জিনচেঙ্কো (ইউক্রেন), জন ম্যাকগিন (স্কটল্যান্ড), সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), ডোমিনিক সোবোসজলাই (হাঙ্গেরি), দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া), রোমেলু লুকাকু (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৪ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
৬ ঘণ্টা আগে