নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।
মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
১৭ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে