ওরা আমাকে ‘গর্দভ বানর’ বলে ডেকেছে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১: ৪৪
Thumbnail image

ইতালিয়ান সিরি ‘আ’র নতুন মৌসুমে স্বপ্নের চেয়েও সুন্দর শুরু করেছে নাপোলি। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাণের ক্লাব লিগে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের সব কটিই জিতেছে। 

ফিওরেন্তিনার বিপক্ষে পরশু রাতে সর্বশেষ জয়ের পর শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট এখন ২১। দুই পয়েন্ট কম নিয়ে তাদের নিচে এসি মিলান। 

তবে ফিওরেন্তিনার মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়কে ছাপিয়ে গেছে বর্ণবাদ। ম্যাচের পর দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন নাপোলির ডিফেন্ডার কালিদু কৌলিবালি। তাঁর দাবি, তাঁকে ‘বানর’ ডাকা হয়েছে। 

ম্যাচের পর নাপোলির তিন খেলোয়াড় ভিক্টর ওসিমহেন, জাম্বো আঙ্গিসা ও কৌলিবালি ড্রেসিংরুমে যাওয়ার সময় ঘটে ওই ঘটনা। 

গত রাতে টুইটারে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন সেনেগালের সেন্টার-ব্যাক কৌলিবালি, ‘তারা আমাকে গর্দভ বানর ডেকেছে। এই লোকজনের খেলাধুলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাদের চিহ্নিত করতে হবে এবং যেকোনো ইভেন্ট থেকে তাদের দূরে রাখতে হবে।’ 

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নাপোলির ওসিমহেন ও আঙ্গিসা ফিওরেন্তিনার দর্শকদের দিকে তাকিয়ে বিদ্রুপাত্মকভাবে হাসাহাসি করছিলেন। তখন দর্শক কিছু একটা বললে কানে আসে কৌলিবালির। তিনি তখন রেগে গিয়ে তাদের উদ্দেশে বলেন, ‘কী বলে ডাকলে আমাকে? গর্দভ বানর? পারলে এখানে এসে আমার মুখের ওপরে বলো।’ 

ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং খেলোয়াড়দের কাছে ক্ষমা চায় ফিওরেন্তিনা কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘটনার তদন্তও শুরু হয়েছে। 

এ ব্যাপারে ওসিমহেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সব বাবা-মায়ের উচিত সন্তানদের ডেকে বোঝানো যে, একজন মানুষকে তার গায়ের রঙের কারণে ঘৃণা করা কতটা ন্যক্কারজনক কাজ।' 

চলতি মৌসুমে সিরি ‘আ’তে বর্ণবাদের ঘটনা এটিই প্রথম নয়। এসি মিলানের গোলরক্ষক মাইক মাইগনাঁর সঙ্গে বর্ণবাদী আচরণ করেন জুভেন্টাসের এক সমর্থক। পরে আলিয়াঞ্জ স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ দেখে জুভ কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে খুঁজে বের করে এবং স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করে। 

ফিওরেন্তিনার মাঠের ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা এসি মিলানও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত