বড় পরীক্ষায় হালান্ড-সালাহরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১২: ৫১
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩: ০২

আন্তর্জাতিক বিরতি শেষে আজ শুরু প্রিমিয়ার লিগ। শুরুতেই অগ্নিপরীক্ষার সামনে গত কয়েক মৌসুমের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সন্ধ্যায় ডার্বিতে ইতিহাদে মুখোমুখি দুই ইংলিশ জায়ান্ট!

 মৌসুমের শুরুতেই সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে প্রথম দেখায়ও জয় পেয়েছে অলরেডরা। তবে কারাবো কাপে তার শোধ তুলেছে সিটিজেনরা। আজ ম্যানচেস্টার সফরে ইয়ুর্গেন ক্লপ যাচ্ছেন দুশ্চিন্তা নিয়ে। চোটের কারণে লুইস দিয়াজ, থিয়াগো আলকানতারা ও নাবি কেইতাকে পাচ্ছেন না লিভারপুল কোচ। শঙ্কায় ডারউইন নুনেজও। একই চিন্তা পেপ গার্দিওলারও। তবে নরওয়েজীয় স্ট্রাইকারকে মাঠে নামাতে পারেন তিনি। গতকাল সংবাদ সম্মলনে এমন ইঙ্গিতই দিলেন সিটি কোচ, ‘আর্লিং আরোগ্যের পথে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত