ক্রীড়া ডেস্ক
২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই মূলত পেনাল্টির সময় গোলরক্ষকদের গতিবিধি আলোচনায় আসে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাই পেনাল্টির নিয়ম বদলেছে। তবে পেনাল্টির নতুন নিয়ম নিয়ে খোঁচা দিয়েছেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান।
কাতার বিশ্বকাপের সময় গোলরক্ষকদের কারণে পেনাল্টি নিতে আসা ফুটবলাররা বেশ ঝামেলায় পড়েছিলেন। এ কারণে তাই পেনাল্টি গোলরক্ষকদের আচরণের ব্যাপারে নড়েচড়ে বসে আইএফবিএ। আইএফবিএ’র নতুন নিয়ম অনুযায়ী: গোলরক্ষককে অবশ্যই লাইনে থাকতে হবে। ফুটবলারের মনোযোগ নষ্ট করতে পারবেন না গোলরক্ষক। গোলরক্ষক সময় নষ্ট করতে পারবেন না। আইএফএবির নতুন নিয়ম তাই কার্যকর হবে ১ জুলাই থেকে। পেনাল্টির নিয়ম বদলানোর ব্যাপারটি পছন্দ হয়নি মাইগনানের। ফ্রান্সের গোলরক্ষক টুইট করেছেন, ‘আইএফএবির ২০২৬ এর পেনাল্টি নিয়ম অনুযায়ী গোলরক্ষকদের অবশ্যই পিঠ দিয়ে শট ঠেকাতে হবে। পেনাল্টি বাঁচানো হলে প্রতিপক্ষ পরোক্ষভাবে ফ্রিকিক পাবে।’
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপের সময় ছিলেন অন্যতম ‘হট টপিক’। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে যেন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন মার্তিনেজ। পেনাল্টি নেওয়ার সময় উত্ত্যক্ত করে ফ্রান্সের ফুটবলারদের মনোযোগ নষ্ট করেছিলেন তিনি। মার্তিনেজের নৈপুণ্যেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর গোল্ডেন গ্লাভের পুরস্কার হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ নানা কারণে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই মূলত পেনাল্টির সময় গোলরক্ষকদের গতিবিধি আলোচনায় আসে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাই পেনাল্টির নিয়ম বদলেছে। তবে পেনাল্টির নতুন নিয়ম নিয়ে খোঁচা দিয়েছেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান।
কাতার বিশ্বকাপের সময় গোলরক্ষকদের কারণে পেনাল্টি নিতে আসা ফুটবলাররা বেশ ঝামেলায় পড়েছিলেন। এ কারণে তাই পেনাল্টি গোলরক্ষকদের আচরণের ব্যাপারে নড়েচড়ে বসে আইএফবিএ। আইএফবিএ’র নতুন নিয়ম অনুযায়ী: গোলরক্ষককে অবশ্যই লাইনে থাকতে হবে। ফুটবলারের মনোযোগ নষ্ট করতে পারবেন না গোলরক্ষক। গোলরক্ষক সময় নষ্ট করতে পারবেন না। আইএফএবির নতুন নিয়ম তাই কার্যকর হবে ১ জুলাই থেকে। পেনাল্টির নিয়ম বদলানোর ব্যাপারটি পছন্দ হয়নি মাইগনানের। ফ্রান্সের গোলরক্ষক টুইট করেছেন, ‘আইএফএবির ২০২৬ এর পেনাল্টি নিয়ম অনুযায়ী গোলরক্ষকদের অবশ্যই পিঠ দিয়ে শট ঠেকাতে হবে। পেনাল্টি বাঁচানো হলে প্রতিপক্ষ পরোক্ষভাবে ফ্রিকিক পাবে।’
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপের সময় ছিলেন অন্যতম ‘হট টপিক’। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে যেন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন মার্তিনেজ। পেনাল্টি নেওয়ার সময় উত্ত্যক্ত করে ফ্রান্সের ফুটবলারদের মনোযোগ নষ্ট করেছিলেন তিনি। মার্তিনেজের নৈপুণ্যেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর গোল্ডেন গ্লাভের পুরস্কার হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ নানা কারণে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
৭ মিনিট আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগে