ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর গত বছর কেটেছিল দুর্দান্ত। গোল যেমন করেছেন, তেমনি সতীর্থদের দিয়ে করিয়েছেন। তবে পর্তুগালের জার্সিতে এ বছর সময়টা ভালো যাচ্ছিল না। হতাশাজনক ইউরোতে একটা গোলও করতে পারেননি।
অফফর্মে থাকা রোনালদোকে নিয়ে চলছিল অনেক সমালোচনা। তবে তিনি তো অত সহজে দমে যাওয়ার পাত্র নন। এবারের নেশনস লিগে তিনি করেছেন ‘হ্যাটট্রিক’। এই হ্যাটট্রিক তিনি নির্দিষ্ট কোনো ম্যাচে করেননি। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। যার সবশেষটা এসেছে গত রাতে ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে। ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর দেখা গেছে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিরচেনা উদযাপন।
রোনালদোর ‘হ্যাটট্রিকের’ ম্যাচে পর্তুগালও এবারের নেশনস লিগে করেছে জয়ের হ্যাটট্রিক। পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ‘বিশেষ মুহূর্তের’ ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘নেশনস লীগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই বাইরে যাই!’
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে পর্তুগাল-পোল্যান্ড ম্যাচে ভক্ত-সমর্থকদের যে নজর ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের আগে রোনালদোকে নিয়ে লেভার প্রশংসার পর দ্বৈরথ দেখার আকর্ষণ বেড়ে যায় বহুগুণে। তবে ঘরের মাঠে পোল্যান্ড দাঁড়াতেই পারেনি। ২৬ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। পরবর্তীতে ৩৭ মিনিটে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
পিছিয়ে থাকা পোল্যান্ড ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৭৮ মিনিটে। গোলটি করেন পোল্যান্ড মিডফিল্ডার পিওতোর জেলেনিস্কি। সমতায় ফিরতে যেখানে পোলিশদের গোলের কোনো বিকল্প ছিল না, সেখানেই তালগোল পাকিয়ে বসে। ৮৮ মিনিটে আত্মঘাতী গোলটি করেন পোল্যান্ডের ডিফেন্ডার ইয়ান বেদনারেক।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো আগেই করেছেন রোনালদো। ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গোল করে পর্তুগালের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে তাঁর গোল ৯০৬।
উয়েফা নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে পর্তুগাল। দুই ও তিনে থাকা ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের পয়েন্ট ৬ ও ৩। গ্রুপে পয়েন্ট তালিকার চারে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ০। পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্কটল্যান্ড—গ্রুপ ওয়ানের এই চারটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ।
আরও খবর পড়ুন:
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর গত বছর কেটেছিল দুর্দান্ত। গোল যেমন করেছেন, তেমনি সতীর্থদের দিয়ে করিয়েছেন। তবে পর্তুগালের জার্সিতে এ বছর সময়টা ভালো যাচ্ছিল না। হতাশাজনক ইউরোতে একটা গোলও করতে পারেননি।
অফফর্মে থাকা রোনালদোকে নিয়ে চলছিল অনেক সমালোচনা। তবে তিনি তো অত সহজে দমে যাওয়ার পাত্র নন। এবারের নেশনস লিগে তিনি করেছেন ‘হ্যাটট্রিক’। এই হ্যাটট্রিক তিনি নির্দিষ্ট কোনো ম্যাচে করেননি। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। যার সবশেষটা এসেছে গত রাতে ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে। ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর দেখা গেছে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিরচেনা উদযাপন।
রোনালদোর ‘হ্যাটট্রিকের’ ম্যাচে পর্তুগালও এবারের নেশনস লিগে করেছে জয়ের হ্যাটট্রিক। পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ‘বিশেষ মুহূর্তের’ ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘নেশনস লীগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই বাইরে যাই!’
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে পর্তুগাল-পোল্যান্ড ম্যাচে ভক্ত-সমর্থকদের যে নজর ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের আগে রোনালদোকে নিয়ে লেভার প্রশংসার পর দ্বৈরথ দেখার আকর্ষণ বেড়ে যায় বহুগুণে। তবে ঘরের মাঠে পোল্যান্ড দাঁড়াতেই পারেনি। ২৬ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। পরবর্তীতে ৩৭ মিনিটে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
পিছিয়ে থাকা পোল্যান্ড ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৭৮ মিনিটে। গোলটি করেন পোল্যান্ড মিডফিল্ডার পিওতোর জেলেনিস্কি। সমতায় ফিরতে যেখানে পোলিশদের গোলের কোনো বিকল্প ছিল না, সেখানেই তালগোল পাকিয়ে বসে। ৮৮ মিনিটে আত্মঘাতী গোলটি করেন পোল্যান্ডের ডিফেন্ডার ইয়ান বেদনারেক।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো আগেই করেছেন রোনালদো। ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গোল করে পর্তুগালের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে তাঁর গোল ৯০৬।
উয়েফা নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে পর্তুগাল। দুই ও তিনে থাকা ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের পয়েন্ট ৬ ও ৩। গ্রুপে পয়েন্ট তালিকার চারে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ০। পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্কটল্যান্ড—গ্রুপ ওয়ানের এই চারটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ।
আরও খবর পড়ুন:
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে