Ajker Patrika

প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল, কোনোরকমে জিতল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি
প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি

হেসেখেলে জয় বলতে যা বোঝায়, ব্রাজিলের ক্ষেত্রে তা-ই হয়েছে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্যারাগুয়ে পাত্তাই পেল না ব্রাজিলের কাছে। আর ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কোনোরকমে জয় তুলে নিয়েছে।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গত রাতে দুইটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বের ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আর আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।

কারাকাসের ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ২০ মিনিটের মধ্যেই ব্যবধান ২-০ করে ফেলে ব্রাজিল। ১৫ ও ১৭ মিনিটে ব্রাজিলের গুস্তাভো প্রাদো ও রায়ান গোল করেন। ব্যবধান কমাতে প্যারাগুয়ের লেগেছে ৮ মিনিট। ২৫ মিনিটে গোলটি করেন প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাঞ্জেল সেবাস্তিয়ান আগুয়ায়ো ভিলাসান্তি। প্রথমার্ধ ব্রাজিল ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে।

দ্বিতীয়ার্ধে গোল পেতে একটু অপেক্ষাই করতে হয়েছে ব্রাজিলকে। ৭৮ মিনিটে গোলটি করেন দলটির ফরোয়ার্ড আলিসান সান্তানা। গোল যেমন হয়েছে, তেমনি এই ম্যাচে রেফারিকে একটু পর পর কার্ড বের করতে হয়েছে। ব্রাজিলের ৩-১ গোলে জয়ের রাতে ৫টি হলুদ কার্ড দেখা গেছে। যার মধ্যে সেলেসাওরা দেখেছে ৩টি আর প্যারাগুয়ে দেখেছে ২ টি।

কারাকাসের ব্রিগিতো ইরিয়ার্তে স্টেডিয়ামে হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ। ড্র হওয়া যখন সময়ের ব্যাপার মনে হয়েছিল, সেই সময় ঘুরে যায় ম্যাচ। ৮৬ মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড ইয়ান সুবিয়াব্রে করেন গোল।

স্বস্তির জয় পেলেও আর্জেন্টিনা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান থেকে ছিটকে গেছে। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা এখন পয়েন্ট তালিকার দুইয়ে। ব্রাজিলেরও ৩ ম্যাচে ৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা শীর্ষে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৩। তারা ৩ ম্যাচে ১টি জিতেছে ও ২টি হেরেছে।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত