ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে।
বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন।
এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।
লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে।
বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন।
এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৩ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৪১ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে