ক্রীড়া ডেস্ক
২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর নিয়মিতই প্রশংসায় ভাসছিলেন লিওনেল মেসি। এবার ফিফার ২০২২ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মেসি। গতকাল প্যারিসে আর্জেন্টাইন তারকা ফুটবলারের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি।
কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাদের হারিয়ে গতকাল ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন মেসি। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এমবাপ্পে ও বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। ক্যারিয়ারে দ্বিতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি। বর্ষসেরা এই পুরস্কারের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। পুরস্কার নেওয়ার সময় মেসি বলেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। এই বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক কষ্টের পর স্বপ্ন পূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। লিওনেল স্কালোনি, দিবু (মার্তিনেজ) আমরা সবাই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছি। এই পুরস্কারের। এই পুরস্কারের আংশিকটা তাদের এবং আমরা যা করেছি, তার স্বীকৃতি এটা।’
এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পরপরই বিবিসির ২০২২-এর সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতেছিলেন মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাত ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট। লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর নিয়মিতই প্রশংসায় ভাসছিলেন লিওনেল মেসি। এবার ফিফার ২০২২ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মেসি। গতকাল প্যারিসে আর্জেন্টাইন তারকা ফুটবলারের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি।
কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাদের হারিয়ে গতকাল ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন মেসি। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এমবাপ্পে ও বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। ক্যারিয়ারে দ্বিতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি। বর্ষসেরা এই পুরস্কারের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। পুরস্কার নেওয়ার সময় মেসি বলেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। এই বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক কষ্টের পর স্বপ্ন পূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। লিওনেল স্কালোনি, দিবু (মার্তিনেজ) আমরা সবাই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছি। এই পুরস্কারের। এই পুরস্কারের আংশিকটা তাদের এবং আমরা যা করেছি, তার স্বীকৃতি এটা।’
এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পরপরই বিবিসির ২০২২-এর সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতেছিলেন মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাত ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট। লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে