ক্রীড়া ডেস্ক
বল পায়ে প্রতিনিয়তই মুগ্ধতা ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনাও যেন এক রত্ন খুঁজে পেয়েছে। শুধু বার্সা কেন, তাঁর পারফরম্যান্সের প্রতি নজর থাকে শীর্ষ ক্লাবগুলোর। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে মুখিয়ে আছে অনেকেই। তবে ইয়ামালের ব্যাপারে বার্সা একদমই আপসহীন। তাঁর মতো ‘অমূল্য’ খেলোয়াড়কে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না কাতালানরা।
বার্সার স্পোর্টিং ডিরেক্টর দেকো বললেন সেই কথাই। ইয়ামালের সঙ্গে শিগগিরই চুক্তি বাড়ানোর কথা বলবেন তিনি। বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ পর্যন্ত বার্সায় থাকার কথা রয়েছে ইয়ামালের। তবে তাঁর বয়স ১৮ হলেরই কেবল চুক্তি বাড়ানোর ব্যাপারে আলোচনা করতে পারবে বার্সা। এর মধ্যে অন্য কোনো ক্লাব কোনো আলোচনায় আসতে পারবে না বলে সাফ জানিয়ে রাখলেন দেকো। তিনি বলেন, ‘আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে এর মধ্যে অন্যতম। তাকে নিয়ে অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনা হয়নি। সে অমূল্য। এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি, কারণ আমরা এনিয়ে কোনো কথা বলতে চাই না।’
স্পেনের হয়ে ইউরো জেতার পর ইয়ামালকে নিতে ২৫ কোটি ইউরো দিতে রাজি ছিল এক ক্লাব। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। গুঞ্জন আছে, নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ইয়ামালকে রেখে দিতে চাইবে বার্সা।
দেকো বলেন, ‘পেদ্রি-গাভির মতো সে বার্সায় নিশ্চিতভাবেই আরও অনেক বছর থাকছে। ক্লাবের কিছুটা কাজ বাকি আছে। ইয়ামাল বিশেষ খেলোয়াড়। শুধু প্রতিভাই নয়, তার মানসিক ক্ষমতাও আলাদা।’
বার্সার সঙ্গে চুক্তি বাড়াতে ইয়ামাল নিজেও আগ্রহী। চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে ১১ গোলের পাশাপাশি ১৪ অ্যাসিস্ট করেছেন তিনি।
বল পায়ে প্রতিনিয়তই মুগ্ধতা ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনাও যেন এক রত্ন খুঁজে পেয়েছে। শুধু বার্সা কেন, তাঁর পারফরম্যান্সের প্রতি নজর থাকে শীর্ষ ক্লাবগুলোর। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে মুখিয়ে আছে অনেকেই। তবে ইয়ামালের ব্যাপারে বার্সা একদমই আপসহীন। তাঁর মতো ‘অমূল্য’ খেলোয়াড়কে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না কাতালানরা।
বার্সার স্পোর্টিং ডিরেক্টর দেকো বললেন সেই কথাই। ইয়ামালের সঙ্গে শিগগিরই চুক্তি বাড়ানোর কথা বলবেন তিনি। বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ পর্যন্ত বার্সায় থাকার কথা রয়েছে ইয়ামালের। তবে তাঁর বয়স ১৮ হলেরই কেবল চুক্তি বাড়ানোর ব্যাপারে আলোচনা করতে পারবে বার্সা। এর মধ্যে অন্য কোনো ক্লাব কোনো আলোচনায় আসতে পারবে না বলে সাফ জানিয়ে রাখলেন দেকো। তিনি বলেন, ‘আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে এর মধ্যে অন্যতম। তাকে নিয়ে অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনা হয়নি। সে অমূল্য। এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি, কারণ আমরা এনিয়ে কোনো কথা বলতে চাই না।’
স্পেনের হয়ে ইউরো জেতার পর ইয়ামালকে নিতে ২৫ কোটি ইউরো দিতে রাজি ছিল এক ক্লাব। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। গুঞ্জন আছে, নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ইয়ামালকে রেখে দিতে চাইবে বার্সা।
দেকো বলেন, ‘পেদ্রি-গাভির মতো সে বার্সায় নিশ্চিতভাবেই আরও অনেক বছর থাকছে। ক্লাবের কিছুটা কাজ বাকি আছে। ইয়ামাল বিশেষ খেলোয়াড়। শুধু প্রতিভাই নয়, তার মানসিক ক্ষমতাও আলাদা।’
বার্সার সঙ্গে চুক্তি বাড়াতে ইয়ামাল নিজেও আগ্রহী। চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে ১১ গোলের পাশাপাশি ১৪ অ্যাসিস্ট করেছেন তিনি।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে