ম্যাচের অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই অডিওটি গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে আলমেরিয়া ম্যাচের ভিএআরের সঙ্গে রেফারির কথোপকথনের। এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও গোল ডটকম।
রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলের হারটা যেন মেনে নিতে পারেনি আলমেরিয়া। ম্যাচ শেষে জয় ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ করে ক্লাবটি। সেই ম্যাচের ভিএআরের তিনটি সিদ্ধান্ত যায় রিয়ালের অনুকূলে। পরে রেফারির সঙ্গে ভিএআরে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। লা লিগার দেওয়া সেসব অডিও সম্পাদনা করা হয়েছে জানায় আলমেরিয়া।
তবে এবার প্রকাশ হয়েছে আরেকটি অডিও ক্লিপ। আর সেই কারণে পুলিশের দ্বারস্থ হলো আরএফইএফ। এই অডিওটি রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ও ভিএআরের মধ্যকার। অডিওটি প্রকাশ করেছেন জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক। ম্যাচের একপর্যায়ে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আলমেরিয়ার এক খেলোয়াড়ের বিবাদ লেগে যায়। ভিনি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছেন কিনা, সেটি নিয়ে রেফারি কথা বলেছিলেন ভিএআরের সঙ্গে। তবে তিনি মনিটরের সামনে না গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। রেফারি ও ভিএআরের এই অডিও প্রকাশ হয় জিজান্তাস এফসি নামের অনলাইন আউটলেটে।
অডিও বাইরে চলে যাওয়া নিয়ে এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘ব্যাপারটি অত্যন্ত গুরুতর’। তারা বলেছে, ‘সমস্ত যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ফাঁস হওয়া অডিওটির ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মন্তব্য, ‘এ সম্পূর্ণ পেশাদারি ও ব্যক্তিগত।’ আরএফইএফ আরও জানিয়েছে, এ ব্যাপারে তারা ‘অভ্যন্তরীণ তদন্ত করছে’। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে।
রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ হার্নান্দেজের নেওয়ার তিনটি ভিএআর রিয়ালকে জেতাতে সাহায্য করেছিল—ম্যাচ শেষ ওঠে এই বিতর্ক। তার মধ্যে আছে ৫৭ ও ৫৭ মিনিটের গোল দুটি, যা জন্ম দিয়েছে বড় বিতর্কের।
ম্যাচের অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই অডিওটি গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে আলমেরিয়া ম্যাচের ভিএআরের সঙ্গে রেফারির কথোপকথনের। এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও গোল ডটকম।
রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলের হারটা যেন মেনে নিতে পারেনি আলমেরিয়া। ম্যাচ শেষে জয় ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ করে ক্লাবটি। সেই ম্যাচের ভিএআরের তিনটি সিদ্ধান্ত যায় রিয়ালের অনুকূলে। পরে রেফারির সঙ্গে ভিএআরে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। লা লিগার দেওয়া সেসব অডিও সম্পাদনা করা হয়েছে জানায় আলমেরিয়া।
তবে এবার প্রকাশ হয়েছে আরেকটি অডিও ক্লিপ। আর সেই কারণে পুলিশের দ্বারস্থ হলো আরএফইএফ। এই অডিওটি রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ও ভিএআরের মধ্যকার। অডিওটি প্রকাশ করেছেন জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক। ম্যাচের একপর্যায়ে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আলমেরিয়ার এক খেলোয়াড়ের বিবাদ লেগে যায়। ভিনি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছেন কিনা, সেটি নিয়ে রেফারি কথা বলেছিলেন ভিএআরের সঙ্গে। তবে তিনি মনিটরের সামনে না গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। রেফারি ও ভিএআরের এই অডিও প্রকাশ হয় জিজান্তাস এফসি নামের অনলাইন আউটলেটে।
অডিও বাইরে চলে যাওয়া নিয়ে এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘ব্যাপারটি অত্যন্ত গুরুতর’। তারা বলেছে, ‘সমস্ত যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ফাঁস হওয়া অডিওটির ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মন্তব্য, ‘এ সম্পূর্ণ পেশাদারি ও ব্যক্তিগত।’ আরএফইএফ আরও জানিয়েছে, এ ব্যাপারে তারা ‘অভ্যন্তরীণ তদন্ত করছে’। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে।
রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ হার্নান্দেজের নেওয়ার তিনটি ভিএআর রিয়ালকে জেতাতে সাহায্য করেছিল—ম্যাচ শেষ ওঠে এই বিতর্ক। তার মধ্যে আছে ৫৭ ও ৫৭ মিনিটের গোল দুটি, যা জন্ম দিয়েছে বড় বিতর্কের।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে