ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় গত রাতে ড্রয়ের দিকেই এগোচ্ছিল বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। চলতি মৌসুমে প্রথম আওয়ে জয় পেল বার্সেলোনা। সেই সঙ্গে নতুন কোচ জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর টানা দ্বিতীয় জয় পেল কাতালান ক্লাবটি।
ম্যাচে ভিয়ারিয়ালের আক্রমণের ধার বেশি থাকলেও ঠিকঠাকমতো লক্ষ্যে শট নিতে পারেনি তারা। ১৪ শটের মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল। বিপরীতে বার্সেলোনার ১২ শটের ৬টি লক্ষ্যে ছিল।
দুই দলই শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণে গোল বের করার চেষ্টা করলেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে ডি জংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গোল হজমের পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ভিয়ারিয়াল। ৭৬ মিনিটের সময় তারা ম্যাচে সমতা ফেরায়।
নির্ধারিত সময়ের ২ মিনিট আগেও ম্যাচে ১-১ গোলে সমতা। যখন মনে হচ্ছিল এই ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই মেমফিস ডিপাই কোনাকুনি শটে বল জালে জড়ান। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ফিলিপে কুতিনহো। শেষ মুহূর্তের এই নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। টানা দুই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে স্প্যানিশ ক্লাবটি।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল অল রেডরা। নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনালকেও ৪ গোলে হারিয়েছিল লিভারপুল।
স্প্যানিশ লা লিগায় গত রাতে ড্রয়ের দিকেই এগোচ্ছিল বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। চলতি মৌসুমে প্রথম আওয়ে জয় পেল বার্সেলোনা। সেই সঙ্গে নতুন কোচ জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর টানা দ্বিতীয় জয় পেল কাতালান ক্লাবটি।
ম্যাচে ভিয়ারিয়ালের আক্রমণের ধার বেশি থাকলেও ঠিকঠাকমতো লক্ষ্যে শট নিতে পারেনি তারা। ১৪ শটের মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল। বিপরীতে বার্সেলোনার ১২ শটের ৬টি লক্ষ্যে ছিল।
দুই দলই শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণে গোল বের করার চেষ্টা করলেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে ডি জংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গোল হজমের পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ভিয়ারিয়াল। ৭৬ মিনিটের সময় তারা ম্যাচে সমতা ফেরায়।
নির্ধারিত সময়ের ২ মিনিট আগেও ম্যাচে ১-১ গোলে সমতা। যখন মনে হচ্ছিল এই ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই মেমফিস ডিপাই কোনাকুনি শটে বল জালে জড়ান। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ফিলিপে কুতিনহো। শেষ মুহূর্তের এই নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। টানা দুই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে স্প্যানিশ ক্লাবটি।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল অল রেডরা। নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনালকেও ৪ গোলে হারিয়েছিল লিভারপুল।
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
৬ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
৬ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন
৭ ঘণ্টা আগেআগের ম্যাচে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে নড়বড়ে নব্বইতে থামতে হয়েছিল ফারজানা হক পিংকির। অসাধারণ এক ইনিংসে সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন এ ওপেনার। আজ ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে...
৮ ঘণ্টা আগে