এমন দিনে মাশরাফির মনে পড়ছে ম্যারাডোনাকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২১, ১২: ১১
Thumbnail image

আজ বেঁচে থাকলে হয়তো সব বাধা ডিঙিয়ে ডিয়েগো ম্যারাডোনা মারাকানার গ্যালারিতে উপস্থিত থেকে খেলাটা দেখার চেষ্টা করতেন। আর্জেন্টিনার শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে হয়তো নেমে পড়তেন মাঠেও। হয়তো আলিঙ্গনে বাঁধতে বাঁধতে মেসির কপালে এঁকে দিতেন চুমুর চিহ্নও।

ম্যারাডোনা নেই, এসবের কিছুই হয়নি। তবু এমন দিনে ফুটবলের রাজপুত্রকেই বেশি করে মনে পড়ছে মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশের সফলতম ক্রিকেট অধিনায়ক আর্জেন্টিনার পাঁড় ভক্ত—সেটি পুরোনো কথা নয়। সেই সমর্থন লুকাননি কখনো। আজ মারাকানায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জিততেই আরেকবার আবেগী মাশরাফি ধরা দিলেন ফেসবুকে।

ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করি ডিয়েগোর জন্য। ওর বিদায়ের পর পর আরও অনেকেই এসেছে। শেষমেশ মেসি। কথা হলো কারও না কারও খেলা দেখে মানুষ একটা দলকে সমর্থন করা শুরু করে। আর একটা পর্যায়ে ওই খেলোয়াড় থেকে দলের প্রাধান্যই বেশি হয়। তবে মেসির হাতেই কাপ লাগবে, এই আশা নিয়ে কখনো খেলা দেখিনি; বরং আর্জেন্টিনা জিতবে এই আশা নিয়েই বারবার বসেছি টিভির সামনে।’ 

মাশরাফির সেই আশা পূরণ হয়েছে আজ। মেসির সঙ্গে ২৮ বছরের শিরোপা–খরা ঘুচল আর্জেন্টিনারও। মেসি যেদিন খেলবেন না, সেদিনও আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন বলে জানিয়েছেন মাশরাফি, ‘মেসি যেদিন খেলবে না, সেদিনও এই দলেরই সাপোর্ট করব, এটাই স্বাভাবিক। না হলে তো ডিয়েগো যাওয়ার পর অন্য দলই করতাম।’

মেসির আনন্দ যেমন মাশরাফির মুখে হাসি ফুটিয়েছে, তেমনি তাঁকে ছুঁয়েছে নেইমারের কান্নাও। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আসলে খেলাটাই এমন। দারুণ এক অনুভূতি হচ্ছে আর্জেন্টিনা জেতায়। সবাই মেসি মেসি করলেও আমার মন পড়ে আছে ওই স্পেশাল ম্যানের (ম্যারাডোনা) দিকে। বেঁচে থাকলে ওর মতো আনন্দ কে পেত জানি না। ওপর থেকে দেখে হয়তো এমনই (আনন্দ) করছেন ম্যারাডোনা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত