ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
১ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
২ ঘণ্টা আগে