২০২৪ ফিফা বর্ষসেরা ভিনি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০: ৪৫
Thumbnail image
২০২৪ সালের ফিফা দ্য বেস্ট ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

আগেই ফাঁস হয়েছিল, ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁস হওয়া সে খবরটাই সত্যি হয়েছে। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। কাতারের দোহায় গতকাল রাতে আলোঝলমল মঞ্চে ফিফার নারী বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি গতবারও জিতেছিলেন এ পুরস্কার। বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি।

২০২৩-এর ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নির্বাচন করা হয় ফিফা বর্ষসেরা। যাতে অংশ নেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফুটবল ভক্তরা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি। তাঁর এ সাফল্যের স্বীকৃতিই বলা যায় ফিফা দ্য বেস্টের খেতাব জেতাটাকে। ২০০৭ সালে কাকার পর তিনিই ফিফা বর্ষসেরা হওয়া প্রথম ব্রাজিলিয়ান।

একনজরে ২০২৪ ফিফা বর্ষসেরা

খেলোয়াড়: ভিনিসিয়ুস জুনিয়র।

নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি।

কোচ: কার্লো আনচেলত্তি।

নারী কোচ: এমা হেইস।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।

নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহার।

পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল) : আলেহান্দ্রো গারনাচো।

মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী) : মার্তা।

ফেয়ার প্লে: থিয়াগো মাইয়া।

বর্ষসেরা দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত