ক্রীড়া ডেস্ক
২০২৩-২৪ মৌসুম শুরু হতে এখনো বাকি বেশ কিছু দিন। নতুন মৌসুম শুরুর আগে এশিয়া সফর করবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই প্রাক-মৌসুমের এশিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে।
টোকিও ও ওসাকাতে প্রাক মৌসুম সফরের আগে গতকাল ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিএসজি। লুইস এনরিকের ঘোষিত এই দলে রাখা হয়নি এমবাপ্পেকে। পিএসজির এই দল আজ জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।
দলবদলের সময় কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠা গত কয়েক মৌসুমের চেনা পরিচিত দৃশ্য। ব্যতিক্রম হয়নি এবারও। কয়েক মাস আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি বাড়ানোর ব্যাপারে তিনি (এমবাপ্পে) আগ্রহী নন-এ কথা চিঠিতে উল্লেখ করেছেন। এরপর মার্কা অন্যরকম এক তথ্য দিয়েছে। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষতিপূরণ পেলেই এমবাপ্পে পিএসজি ছাড়বেন। যদি পিএসজি ছাড়েন, তাহলে ক্লাবের খরচ হবে ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১৭৭৪ কোটি ৩১ লাখ টাকা। গত মৌসুমে তাঁর সঙ্গে ১৫ কোটি ইউরোর চুক্তি হয়েছে পিএসজির, যার মধ্যে বার্ষিক বেতন ৬ কোটি ও লয়্যালটি বোনাস ৯ কোটি। ফরাসি তারকাকে রেখে দিতে এবার ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। টাকার পরিমাণ ১২১৫৮ কোটি ৭৫ লাখ টাকা।
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আছে এখনো দুই বছর। এই চুক্তিটা অবশ্য একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। ফরাসি এই ফরোয়ার্ডের কাছে ৩১ জুলাই পর্যন্ত সময় রয়েছে।
২৫ জুলাই ওসাকার নাগাই স্টেডিয়ামে আল নাসরের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর একই মাঠে জাপানি ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে খেলবে প্যারিসিযানরা।
পিএসজির এশিয়া সফরের দল:
গোলরক্ষক: কেইলর নাভাস, জিয়ানলুইজ দোনারুমা, আলেক্সান্দ্রে লেতেলিয়ার, লুইস মুকেত
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, প্রেসনেল কিমপেম্বে, মিলান স্ক্রিনিয়ার, মারকিনিওস, হুয়ান বার্নাত, লুকাস হার্নান্দেজ, লেভিন কুরজাওয়া, সেরিফ নাগা
মিডফিল্ডার: ইথান এমবাপ্পে, ম্যানুয়েল উগার্তে, মার্কো ভেরাত্তি, ফাবিয়ান রুইজ, মার্কো আসেনসিও, দানিলো পেরেইরা, ভিতিনহা, রেনাতো সানচেজ, কার্লোস সোলার, ওয়ারেন জায়ের এমেরি, নোয়াহ লেমিনা
আক্রমণভাগ: নেইমার, ইসমায়েল গারবি, কান-ইন-লি, চের এনদুর, হুগো একিতিকে, ইলায়েস হুসনি
২০২৩-২৪ মৌসুম শুরু হতে এখনো বাকি বেশ কিছু দিন। নতুন মৌসুম শুরুর আগে এশিয়া সফর করবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই প্রাক-মৌসুমের এশিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে।
টোকিও ও ওসাকাতে প্রাক মৌসুম সফরের আগে গতকাল ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিএসজি। লুইস এনরিকের ঘোষিত এই দলে রাখা হয়নি এমবাপ্পেকে। পিএসজির এই দল আজ জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।
দলবদলের সময় কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠা গত কয়েক মৌসুমের চেনা পরিচিত দৃশ্য। ব্যতিক্রম হয়নি এবারও। কয়েক মাস আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি বাড়ানোর ব্যাপারে তিনি (এমবাপ্পে) আগ্রহী নন-এ কথা চিঠিতে উল্লেখ করেছেন। এরপর মার্কা অন্যরকম এক তথ্য দিয়েছে। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষতিপূরণ পেলেই এমবাপ্পে পিএসজি ছাড়বেন। যদি পিএসজি ছাড়েন, তাহলে ক্লাবের খরচ হবে ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১৭৭৪ কোটি ৩১ লাখ টাকা। গত মৌসুমে তাঁর সঙ্গে ১৫ কোটি ইউরোর চুক্তি হয়েছে পিএসজির, যার মধ্যে বার্ষিক বেতন ৬ কোটি ও লয়্যালটি বোনাস ৯ কোটি। ফরাসি তারকাকে রেখে দিতে এবার ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। টাকার পরিমাণ ১২১৫৮ কোটি ৭৫ লাখ টাকা।
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আছে এখনো দুই বছর। এই চুক্তিটা অবশ্য একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। ফরাসি এই ফরোয়ার্ডের কাছে ৩১ জুলাই পর্যন্ত সময় রয়েছে।
২৫ জুলাই ওসাকার নাগাই স্টেডিয়ামে আল নাসরের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর একই মাঠে জাপানি ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে খেলবে প্যারিসিযানরা।
পিএসজির এশিয়া সফরের দল:
গোলরক্ষক: কেইলর নাভাস, জিয়ানলুইজ দোনারুমা, আলেক্সান্দ্রে লেতেলিয়ার, লুইস মুকেত
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, প্রেসনেল কিমপেম্বে, মিলান স্ক্রিনিয়ার, মারকিনিওস, হুয়ান বার্নাত, লুকাস হার্নান্দেজ, লেভিন কুরজাওয়া, সেরিফ নাগা
মিডফিল্ডার: ইথান এমবাপ্পে, ম্যানুয়েল উগার্তে, মার্কো ভেরাত্তি, ফাবিয়ান রুইজ, মার্কো আসেনসিও, দানিলো পেরেইরা, ভিতিনহা, রেনাতো সানচেজ, কার্লোস সোলার, ওয়ারেন জায়ের এমেরি, নোয়াহ লেমিনা
আক্রমণভাগ: নেইমার, ইসমায়েল গারবি, কান-ইন-লি, চের এনদুর, হুগো একিতিকে, ইলায়েস হুসনি
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে