এবার সাফজয়ীদের পুরস্কৃত করল সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২০: ০৪
সাবিনা-মারিয়াদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথইস্ট। ছবি: সংগৃহীত

এবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ টাকা এবং কোচদের প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কৃত করেছে সাউথইস্ট ব্যাংক। আর্থিক পুরস্কার ছাড়াও সাফজয়ী দলের প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর বিপরীতে দেশে-বিদেশে ব্যবহারযোগ্য একটি করে ভিসা ডেবিট কার্ড দেয়া হয়।  

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা-তহুরারা। সেই ট্রফি নিয়ে দেশে ফেরার পর তাদের জন্য ১ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত ১১ নভেম্বর ৩২ জনের (খেলোয়াড় ও অফিশিয়াল) প্রত্যককে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করে মন্ত্রণালয়।

এ দিকে বাফুফের নতুন কমিটির পক্ষ থেকেও দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের সামনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছিলেন যত দ্রুত সম্ভব তাঁরা এই পুরস্কারের অর্থ জোগাড় করে মেয়েদের হস্তান্তর করবেন। বাফুফের পাশাপাশি বিসিবিও মেয়েদের জন্য ২০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত