ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল ও উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার দেবে উয়েফা। তার জন্য গতকাল মোনাকোর গ্রিমালদি ফোরামে হাসিমুখে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমবারের মতো হতে যাওয়া ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে ভক্ত-সমর্থকদের সঙ্গেও সেলফিবন্দী হতে দেখা গেল তাঁকে।
ড্রয়ের জন্য দলগুলোকে ৯টি করে ভাগ করে রাখা হয়েছিল চারটি পটে। সেখান থেকে একে একে নাম তুলে নেন রোনালদোর সঙ্গে অনুষ্ঠানে আসা কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪ দল বাড়ায় এবার অবশ্য ভিন্ন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগের লড়াই। নির্দিষ্ট কোনো গ্রুপে ভাগ না করে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, লিল, বোলোনার সঙ্গে হোমে খেলবে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ খেলবে লাইপজিগ, মিলান, আইন্দোফোন ও জিরোনোর সঙ্গে। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল খেলবে ৮টি করে ম্যাচ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি হোমে খেলবে ইন্টার মিলান, ব্রুগে, ফেইনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার সঙ্গে।
আর্সেনাল হোমে খেলবে পিএসজি, শাখতার, জাগরেভ, মোনাকোর সঙ্গে। অ্যাওয়েতে খেলবে ইন্টার, আতালান্তা, লিসবন ও জিরোনার সঙ্গে।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল ও উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার দেবে উয়েফা। তার জন্য গতকাল মোনাকোর গ্রিমালদি ফোরামে হাসিমুখে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমবারের মতো হতে যাওয়া ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে ভক্ত-সমর্থকদের সঙ্গেও সেলফিবন্দী হতে দেখা গেল তাঁকে।
ড্রয়ের জন্য দলগুলোকে ৯টি করে ভাগ করে রাখা হয়েছিল চারটি পটে। সেখান থেকে একে একে নাম তুলে নেন রোনালদোর সঙ্গে অনুষ্ঠানে আসা কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪ দল বাড়ায় এবার অবশ্য ভিন্ন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগের লড়াই। নির্দিষ্ট কোনো গ্রুপে ভাগ না করে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, লিল, বোলোনার সঙ্গে হোমে খেলবে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ খেলবে লাইপজিগ, মিলান, আইন্দোফোন ও জিরোনোর সঙ্গে। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল খেলবে ৮টি করে ম্যাচ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি হোমে খেলবে ইন্টার মিলান, ব্রুগে, ফেইনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার সঙ্গে।
আর্সেনাল হোমে খেলবে পিএসজি, শাখতার, জাগরেভ, মোনাকোর সঙ্গে। অ্যাওয়েতে খেলবে ইন্টার, আতালান্তা, লিসবন ও জিরোনার সঙ্গে।
দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৫ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
৭ ঘণ্টা আগে