চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল ও উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার দেবে উয়েফা। তার জন্য গতকাল মোনাকোর গ্রিমালদি ফোরামে হাসিমুখে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমবারের মতো হতে যাওয়া ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে ভক্ত-সমর্থকদের সঙ্গেও সেলফিবন্দী হতে দেখা গেল তাঁকে।
ড্রয়ের জন্য দলগুলোকে ৯টি করে ভাগ করে রাখা হয়েছিল চারটি পটে। সেখান থেকে একে একে নাম তুলে নেন রোনালদোর সঙ্গে অনুষ্ঠানে আসা কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪ দল বাড়ায় এবার অবশ্য ভিন্ন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগের লড়াই। নির্দিষ্ট কোনো গ্রুপে ভাগ না করে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, লিল, বোলোনার সঙ্গে হোমে খেলবে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ খেলবে লাইপজিগ, মিলান, আইন্দোফোন ও জিরোনোর সঙ্গে। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল খেলবে ৮টি করে ম্যাচ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি হোমে খেলবে ইন্টার মিলান, ব্রুগে, ফেইনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার সঙ্গে।
আর্সেনাল হোমে খেলবে পিএসজি, শাখতার, জাগরেভ, মোনাকোর সঙ্গে। অ্যাওয়েতে খেলবে ইন্টার, আতালান্তা, লিসবন ও জিরোনার সঙ্গে।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল ও উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার দেবে উয়েফা। তার জন্য গতকাল মোনাকোর গ্রিমালদি ফোরামে হাসিমুখে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমবারের মতো হতে যাওয়া ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে ভক্ত-সমর্থকদের সঙ্গেও সেলফিবন্দী হতে দেখা গেল তাঁকে।
ড্রয়ের জন্য দলগুলোকে ৯টি করে ভাগ করে রাখা হয়েছিল চারটি পটে। সেখান থেকে একে একে নাম তুলে নেন রোনালদোর সঙ্গে অনুষ্ঠানে আসা কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪ দল বাড়ায় এবার অবশ্য ভিন্ন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগের লড়াই। নির্দিষ্ট কোনো গ্রুপে ভাগ না করে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, লিল, বোলোনার সঙ্গে হোমে খেলবে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ খেলবে লাইপজিগ, মিলান, আইন্দোফোন ও জিরোনোর সঙ্গে। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল খেলবে ৮টি করে ম্যাচ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি হোমে খেলবে ইন্টার মিলান, ব্রুগে, ফেইনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার সঙ্গে।
আর্সেনাল হোমে খেলবে পিএসজি, শাখতার, জাগরেভ, মোনাকোর সঙ্গে। অ্যাওয়েতে খেলবে ইন্টার, আতালান্তা, লিসবন ও জিরোনার সঙ্গে।
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩১ মিনিট আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
১ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
২ ঘণ্টা আগে