ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
৬ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
৬ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন
৭ ঘণ্টা আগেআগের ম্যাচে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে নড়বড়ে নব্বইতে থামতে হয়েছিল ফারজানা হক পিংকির। অসাধারণ এক ইনিংসে সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন এ ওপেনার। আজ ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে...
৮ ঘণ্টা আগে