ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
সকাল থেকেই বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী ঝড়। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ সেকেন্ড আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
১ ঘণ্টা আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে