ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
২১ মিনিট আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে