গোলের হিসাবে পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ২২
Thumbnail image

সতেরো বছর আগে আজকের দিনেই বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে অভিষেকের দিনে প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে মেসি গড়লেন অনন্য এক কীর্তি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে জোড়া গোল করে অফিশিয়াল গোলের হিসাবে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

পেলে তাঁর ক্যারিয়ারে সব মিলিয়ে অফিশিয়াল গোল করেছিলেন ৭৫৭টি। অন্যদিকে গত রাতে ব্রুগার বিপক্ষে নামার আগে মেসির অফিশিয়াল গোলসংখ্যা ছিল ৭৫৬। ১ গোলে পিছিয়ে থাকা মেসি ম্যাচের ৩৮ মিনিটে প্রায় একক নৈপুণ্যে বল জালে জড়িয়ে ছুঁয়ে ফেলেন পেলেকে। পরে ৭৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ছাড়িয়ে যান তাঁকে। 

ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। এমবাপ্পের গোলেই শুরুর লিড পায় ফরাসি জায়ান্টরা। ২২ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার ৭ মিনিটের মধ্যে করেন ২ গোল। জোড়া গোল করে এমবাপ্পেও একটি রেকর্ড গড়েন এই ম্যাচে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন লিগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেন। 

মেসি-এমবাপ্পের রেকর্ডের দিনে বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ৬৮ মিনিটে ব্রুগা ব্যবধান না কমালে ৪-০ গোলে জয় পেত পিএসজি। বেলজিয়ান সেন্টার মিডফিল্ডার মাটিস রিটা গোল ব্রুগার পক্ষে গোল করায় ৪-১ গোলের জয়েই খুশি থাকতে হয় মেসি-এম্বাপ্পেদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত