অনলাইন ডেস্ক
সতেরো বছর আগে আজকের দিনেই বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে অভিষেকের দিনে প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে মেসি গড়লেন অনন্য এক কীর্তি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে জোড়া গোল করে অফিশিয়াল গোলের হিসাবে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পেলে তাঁর ক্যারিয়ারে সব মিলিয়ে অফিশিয়াল গোল করেছিলেন ৭৫৭টি। অন্যদিকে গত রাতে ব্রুগার বিপক্ষে নামার আগে মেসির অফিশিয়াল গোলসংখ্যা ছিল ৭৫৬। ১ গোলে পিছিয়ে থাকা মেসি ম্যাচের ৩৮ মিনিটে প্রায় একক নৈপুণ্যে বল জালে জড়িয়ে ছুঁয়ে ফেলেন পেলেকে। পরে ৭৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ছাড়িয়ে যান তাঁকে।
ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। এমবাপ্পের গোলেই শুরুর লিড পায় ফরাসি জায়ান্টরা। ২২ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার ৭ মিনিটের মধ্যে করেন ২ গোল। জোড়া গোল করে এমবাপ্পেও একটি রেকর্ড গড়েন এই ম্যাচে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন লিগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
মেসি-এমবাপ্পের রেকর্ডের দিনে বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ৬৮ মিনিটে ব্রুগা ব্যবধান না কমালে ৪-০ গোলে জয় পেত পিএসজি। বেলজিয়ান সেন্টার মিডফিল্ডার মাটিস রিটা গোল ব্রুগার পক্ষে গোল করায় ৪-১ গোলের জয়েই খুশি থাকতে হয় মেসি-এম্বাপ্পেদের।
সতেরো বছর আগে আজকের দিনেই বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে অভিষেকের দিনে প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে মেসি গড়লেন অনন্য এক কীর্তি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে জোড়া গোল করে অফিশিয়াল গোলের হিসাবে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পেলে তাঁর ক্যারিয়ারে সব মিলিয়ে অফিশিয়াল গোল করেছিলেন ৭৫৭টি। অন্যদিকে গত রাতে ব্রুগার বিপক্ষে নামার আগে মেসির অফিশিয়াল গোলসংখ্যা ছিল ৭৫৬। ১ গোলে পিছিয়ে থাকা মেসি ম্যাচের ৩৮ মিনিটে প্রায় একক নৈপুণ্যে বল জালে জড়িয়ে ছুঁয়ে ফেলেন পেলেকে। পরে ৭৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ছাড়িয়ে যান তাঁকে।
ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। এমবাপ্পের গোলেই শুরুর লিড পায় ফরাসি জায়ান্টরা। ২২ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার ৭ মিনিটের মধ্যে করেন ২ গোল। জোড়া গোল করে এমবাপ্পেও একটি রেকর্ড গড়েন এই ম্যাচে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন লিগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
মেসি-এমবাপ্পের রেকর্ডের দিনে বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ৬৮ মিনিটে ব্রুগা ব্যবধান না কমালে ৪-০ গোলে জয় পেত পিএসজি। বেলজিয়ান সেন্টার মিডফিল্ডার মাটিস রিটা গোল ব্রুগার পক্ষে গোল করায় ৪-১ গোলের জয়েই খুশি থাকতে হয় মেসি-এম্বাপ্পেদের।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৪ ঘণ্টা আগে