বার্সার জন্মদিনে বার্সাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক   
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০: ৪০
Thumbnail image
ইন্টার মায়ামিতে খেললেও শৈশবের ক্লাব বার্সেলোনাকে কিছুতেই ভুলতে পারছেন না মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ক্লাবটির সঙ্গে তাঁর যে নাড়ির টান, সেটা তো এত সহজে ভুলে থাকা যায় না। ক্লাবটিকে যে তিনি কতটা মিস করেন, সেটা ফুটে উঠেছে তাঁর কথায়।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর যাত্রা শুরু করে বার্সেলোনা ক্লাবটি আজ পূর্ণ করল ১২৫ বছর। যে ক্লাবটির সঙ্গে মেসির শৈশব জড়িয়ে, সেই ক্লাবের জন্মদিন তিনি কী করে ভুলে থাকতে পারেন! স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটির ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘থ্রি ক্যাট’ নামে অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন কথাবার্তা বলেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবটিকে আমি অভিনন্দন জানাচ্ছি। ক্লাবটির অংশ হওয়া এবং বার্সেলোনার ভক্ত হওয়া আমার জন্য অনেক গর্বের বিষয়। এটা একটা বিশেষ ক্লাব, অন্য সবার থেকে আলাদা। সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে এই জায়গায় এসেছে। কারণ, ফুটবলে ব্যাপারগুলো এইভাবে ঠিক করা হয়।’

নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব, গ্রান্দোলি ক্লাবে শৈশবে খেললেও মেসি নামডাক কুড়িয়েছেন বার্সেলোনা ক্লাবে খেলে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও থেকে স্পেনের বার্সেলোনায় যোগ দিয়েছেন ১৩ বছর বয়সে। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত ১৭ বছরের ক্যারিয়ারে বার্সায় মনে রাখার মতো অনেক মুহূর্ত তিনি কাটিয়েছেন। বার্সেলোনার জার্সিতে চারবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১০টি লা লিগার শিরোপাসহ ৩৪ মেজর শিরোপা জিতেছেন। ৮ ব্যালন ডি’অরের ৭টিই পেয়েছেন বার্সায় দুর্দান্ত পারফর্ম করে।

মূল দলে খেলাসহ বার্সেলোনায় সব মিলিয়ে প্রায় দুই দশক কাটিয়েছেন মেসি। এই সময়ে নেইমার, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতসসহ অনেক তারকা ফুটবলারের সঙ্গেই ক্লাবটিতে খেলেছেন তিনি। পেপ গার্দিওলা, জেরার্দো তাতা মার্তিনোর মতো কোচদের অধীনে মেসি খেলেছেন বার্সাতেই। ক্লাবটি নিয়ে তাই বলতে গিয়েও কথা ফুরোচ্ছে না মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলার বলেন, ‘আমি অনেক ভাগ্যবান যে সৃষ্টিকর্তা আমাকে এখানে নিয়ে এসেছেন এবং অসাধারণ এই ক্লাবে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি। বার্সেলোনাকে প্রথম দল হিসেবে প্রতিনিধিত্ব করার অর্থ আমি ভালোবেসে ফেলেছি এবং আমার জন্য এটা অনেক গর্বের বিষয়। এই ক্লাব, শহর, মানুষ ও তাদের ভালোবাসা অনেক মিস করি। সব সময়ের মতো আমি আশা করি সাফল্যের ধারা ধরে রাখতে পারব এবং এই ক্লাব আরও উন্নত হবে।’

১৭ বছর বার্সেলোনায় কাটানোর পর মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১-২২, ২০২২-২৩ পিএসজিতে দুই মৌসুম খেলার পর তিনি চলে যান ইন্টার মায়ামিতে। ২০২৩ সালে লিগস কাপ জিতিয়ে মায়ামিকে প্রথমবারের মতো মেজর শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন তিনি। এরপর ক্লাবটির হয়ে জিতেছেন ২০২৪ সাপোর্টার্স শিল্ড। এখানেও কোচ হিসেবে মেসি পেয়েছেন মার্তিনোকে। অন্যদিকে বার্সার ক্যাবিনেট শিরোপায় ঠাসা থাকলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা তারা পাচ্ছে না অনেক দিন ধরে। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সা। মেসি তখন কাতালানদের হয়েই খেলতেন। তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বার্সায় মেসির ফেরার কথা শোনা যাচ্ছে বারবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত