ক্রীড়া ডেস্ক
দলবদলে নাটকীয়তা জমিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য দলে ভিড়িয়েছিল ‘তুরিনের বুড়িরা’। কিন্তু তিন মৌসুম সেখানে থেকেও দলকে ইউরোপ সেরা করতে পারেননি রোনালদো।
উল্টো জুভেন্টাসের দলীয় ঐক্য নষ্ট করেছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইতালি ও জুভেন্টাস কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। রোনালদো যে মৌসুমে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সেই মৌসুমে ক্লাব ছেড়েছিলেন বুফন।
প্রথম মৌসুমে না পেলেও পরের দুই মৌসুমে জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন বুফন। সাবেক রিয়াল তারকাকে নিয়ে বুফনের দাবি, রোনালদোকে দলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ তো জিততে পারেনি জুভেন্টাস, উল্টো দলীয় ঐক্যও জলাঞ্জলি দিতে হয়েছে।
রোনালদো যোগ দেওয়ার মৌসুমে শেষ আট থেকে বিদায় নেয় জুভেন্টাস। অথচ এর আগের চার মৌসুমের দুটিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে দলটি। পরের মৌসুমে বুফন ফিরেও ভাগ্য বদলাতে পারেননি। এবার জুভরা বিদায় নেয় শেষ ষোলো থেকেই।
সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমি ফিরে এসে দুই বছর রোনালদোর সঙ্গে কাজ করেছি। ভালোও করেছি। তবে আমার মনে হয়েছে দল হিসেবে খেলার অভ্যাসটা হারিয়ে গেছে জুভেন্টাস থেকে। সে আসার প্রথম বছরে আমি যখন আমি প্যারিসে ছিলাম, তখন জুভেন্টাসের সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ ছিল। কিন্তু শেষমেশ কেন হয়নি, তা আমি বুঝতেই পারি না।’
দলবদলে নাটকীয়তা জমিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য দলে ভিড়িয়েছিল ‘তুরিনের বুড়িরা’। কিন্তু তিন মৌসুম সেখানে থেকেও দলকে ইউরোপ সেরা করতে পারেননি রোনালদো।
উল্টো জুভেন্টাসের দলীয় ঐক্য নষ্ট করেছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইতালি ও জুভেন্টাস কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। রোনালদো যে মৌসুমে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সেই মৌসুমে ক্লাব ছেড়েছিলেন বুফন।
প্রথম মৌসুমে না পেলেও পরের দুই মৌসুমে জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন বুফন। সাবেক রিয়াল তারকাকে নিয়ে বুফনের দাবি, রোনালদোকে দলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ তো জিততে পারেনি জুভেন্টাস, উল্টো দলীয় ঐক্যও জলাঞ্জলি দিতে হয়েছে।
রোনালদো যোগ দেওয়ার মৌসুমে শেষ আট থেকে বিদায় নেয় জুভেন্টাস। অথচ এর আগের চার মৌসুমের দুটিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে দলটি। পরের মৌসুমে বুফন ফিরেও ভাগ্য বদলাতে পারেননি। এবার জুভরা বিদায় নেয় শেষ ষোলো থেকেই।
সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমি ফিরে এসে দুই বছর রোনালদোর সঙ্গে কাজ করেছি। ভালোও করেছি। তবে আমার মনে হয়েছে দল হিসেবে খেলার অভ্যাসটা হারিয়ে গেছে জুভেন্টাস থেকে। সে আসার প্রথম বছরে আমি যখন আমি প্যারিসে ছিলাম, তখন জুভেন্টাসের সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ ছিল। কিন্তু শেষমেশ কেন হয়নি, তা আমি বুঝতেই পারি না।’
প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
২৫ মিনিট আগেএটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে।
২ ঘণ্টা আগেচুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
২ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রতিশোধ নিল ঢাকা।
৪ ঘণ্টা আগে