ক্রীড়া ডেস্ক
আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। যেখানে হালান্ড একাই করেছেন ৫ গোল। ৫ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধে।
গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’ এএফসি আয়াক্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আর্লিং হালান্ড তার পঞ্চম গোল করেছে। ৫ গোল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে।’
৫ গোল করে গতকাল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
গোল করতে যে পছন্দ করেন, তা হালান্ড নিজে জানিয়েছেন। বিটি স্পোর্টকে নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে গোল করা। অনেক গোল যে হয়েছে, তা আমি মনে করি না। আমি গোল করার চেষ্টা করছিলাম।’
আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। যেখানে হালান্ড একাই করেছেন ৫ গোল। ৫ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধে।
গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’ এএফসি আয়াক্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আর্লিং হালান্ড তার পঞ্চম গোল করেছে। ৫ গোল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে।’
৫ গোল করে গতকাল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
গোল করতে যে পছন্দ করেন, তা হালান্ড নিজে জানিয়েছেন। বিটি স্পোর্টকে নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে গোল করা। অনেক গোল যে হয়েছে, তা আমি মনে করি না। আমি গোল করার চেষ্টা করছিলাম।’
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩৬ মিনিট আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
১ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
২ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৬ ঘণ্টা আগে