সেভিয়ার জয়ে হাসলো বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক
Thumbnail image

সেভিয়া-অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লো মিম, দরজার আড়াল থেকে আগ্রহ নিয়ে অপেক্ষায় লিওনেল মেসি-করিম বেনজেমারা। বাস্তবে হয়তো দরজার আড়ালে ছিলেন না মেসি-বেনজেমারা, তবে কায়মনোবাক্যে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের প্রার্থনা ছিলো নিজেদের মাঠে যেন অ্যাতলেতিকোর সামনে দানব হয়ে দাঁড়ায় সেভিয়া!

 শেষ পর্যন্ত কিন্তু সেটাই ঘটলো। আর্জেন্টাইন হয়ে আরেক আর্জেন্টাইন ডিয়েগো সিমিওনের লিগ জয়ের স্বপ্নে বড় দেয়াল তুললেন মার্কোস আকুইনা। তাঁর গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে আর্জেন্টাইন লিওনেল মেসির লা লিগা জয়ের পথে বড় বাঁধাটা দূর করে দিলো সেভিয়া।

 রোববার রাতে সেভিয়ার ১-০ গোলের জয়ের সুফল ভোগ করবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল দুই দলই। বেশি খুশি হওয়ার কথা মেসির বার্সেলোনার। সোমবার দিবাগত রাতে রিয়াল ভায়াদোলিদকে হারাতে পারলেই শীর্ষে থাকা অ্যাতলেতিকোর সঙ্গে বার্সার ব্যবধান নেমে আসবে মাত্র এক পয়েন্টে। ১০ এপ্রিল এল ক্ল্যাসিকোতে রিয়ালকে হারাতে পারলে, আর পরেরদিন বেটিসের বিপক্ষে অ্যাতলেতিকো পয়েন্ট হারালেই শীর্ষে উঠে যাবে রোনাল্ড কোম্যানের দল।

 সমান ২৯ ম্যাচে প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে রিয়াল। অ্যাতলেতিকোর পয়েন্ট ৬৬, রিয়ালের ৬৩। ৬২ পয়েন্টে নিয়ে টেবিলের তিনে থাকা বার্সা তাদের চেয়ে ম্যাচ খেলেছে একটি কম। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে থাকা সেভিয়াকেও এখন শিরোপা হিসাবের বাইরে রাখা চলবে না। 

আন্তর্জাতিক বিরতির পর সেভিয়ার বিপক্ষেই প্রথম মাঠে নেমেছিলো অ্যাতলেতিকো। বিরতির ফাঁকে জাতীয় দলগুলোতে ডাক না পাওয়া খেলোয়াড়দের নিয়ে কঠোর অনুশীলন করেছিলেন রোজাব্লাঙ্কো কোচ ডিয়েগো সিমিওনে, ভাবা হচ্ছিলো এই বিরতি শাপে বর হতে চলেছে তাদের জন্য। কারণ, রিয়াল-বার্সার অধিকাংশ ইউরোপিয়ান খেলোয়াড় বিরতিতে জাতীয় দলের হয়ে খেলে তখন ক্লান্ত।

কিন্তু বাস্তবে ঘটলো তার উল্টো! সেভিয়ার মাঠে বেশিরভাগ সময় খাবিই খান লুইস সুয়ারেজ-সাউলরা। বরং ৭ মিনিটে ইভান রাকিতিচকে পেনাল্টি ডি-বক্সে ফেলে স্বাগতিকদের পেনাল্টি উপহার দিলেন সাউল নিগুয়েজ। লুকাস ওকাম্পোসের নেওয়া সেই পেনাল্টি শট অধিনায়ক ইয়ান ওব্লাক ঠেকিয়ে দেওয়ায় সেযাত্রায় রক্ষা।

আর্জেন্টাইন ক্লাব সতীর্থের সুযোগ হারানোর পাপমোচন ৭০ মিনিটে এসে করলেন মার্কোস আকুইনা। ঠিক আগের মুহূর্তে ডি-বক্সে কাইরেন ট্রিপিয়ারের হাতে বল লাগলেও তা নিয়ে উচ্চবাচ্য করার সময়ই পাননি সেভিয়া। হেসুস নাভাসের সুন্দর করে তুলে দেওয়া ক্রসে আকুইনার হেড ঠেকানোর সাধ্য হয়নি অ্যাতলেতিকো গোলরক্ষকের।

গোল হজম করে শোধের তাড়না থাকলেও সেভিয়ার আঁটসাঁট রক্ষণে আর পেরে ওঠেনি অ্যাতলেতিকো। শেষ মুহূর্তে সেভিয়া গোলরক্ষককে একা পেয়েও সমতা ফেরাতে পারেননি লুইস সুয়ারেজ।

একই রাতে ব্রাইটন অ্যান্ড আলবিওনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১গোলে জয়ের হাসি হেসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র ১৩ মিনিটে ড্যানি ওয়েলবেক ব্রাইটনকে এগিয়ে দিলেও ৬২ মিনিটে সেই গোল শোধ করে দেন মার্কাস রাশফোর্ড। ৮৩ মিনিটে ম্যাসন গ্রিনউডের গোল জয় এনে দেয় রেড ডেভিলদের। ৩০ ম্যাচে ৬০ পয়েন্টে ম্যানইউ যথারীতি পয়েন্ট টেবিলের দুইয়ে। ৩১ ম্যাচে ৭৪ শীর্ষে ম্যানইউ’র নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটি।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত