ক্রীড়া ডেস্ক
জেরার্ড পিকে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো দুজনের সঙ্গেই কাছাকাছি থেকে খেলার সুযোগ কয়জনের হয়েছে! পিকে তাঁদের একজন।
মেসি-রোনালদোর সঙ্গে খেলার সুবাদে দুজনকেই ভালোভাবে দেখার সুযোগ হয়েছে পিকের। গত এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা প্রশ্নটার উত্তর তাঁর চেয়ে ভালো আর কে দিতে পারেন? মেসি সেরা নাকি রোনালদো? বার্সেলোনা অধিনায়ক অবশ্য দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন।
বার্সাতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও চার বছর খেলেছেন। মেসি আর রোনালদোকে নিয়ে বার্সা তারকার ভাষ্য, ‘আমার মনে হয়, দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড় সম্পর্কে বলছি। শুধু পৃথিবীরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই।’
মেসির বল নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে পিকে বলেন, ‘মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারও মধ্যে নেই। তার বল নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। বল তার থেকে দু মিটার দূরেও যায় না। সব সময় পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা কারও মধ্যে দেখিনি। ক্রিস্টিয়ানোও আলাদা ধরনের ফুটবলার। তারা অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ।’
কে সেরা এমন প্রশ্নে অবশ্য এক সময়ের প্রিয় সতীর্থ-বন্ধু মেসিকে এগিয়ে রাখলেন পিকে, ‘রোনালদো যেকোনো কিছু করতে পারে। হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে। কিন্তু আমার জন্য মেসি মানুষ না, মানুষদের মধ্যে রোনালদো সেরা।’
জেরার্ড পিকে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো দুজনের সঙ্গেই কাছাকাছি থেকে খেলার সুযোগ কয়জনের হয়েছে! পিকে তাঁদের একজন।
মেসি-রোনালদোর সঙ্গে খেলার সুবাদে দুজনকেই ভালোভাবে দেখার সুযোগ হয়েছে পিকের। গত এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা প্রশ্নটার উত্তর তাঁর চেয়ে ভালো আর কে দিতে পারেন? মেসি সেরা নাকি রোনালদো? বার্সেলোনা অধিনায়ক অবশ্য দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন।
বার্সাতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও চার বছর খেলেছেন। মেসি আর রোনালদোকে নিয়ে বার্সা তারকার ভাষ্য, ‘আমার মনে হয়, দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড় সম্পর্কে বলছি। শুধু পৃথিবীরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই।’
মেসির বল নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে পিকে বলেন, ‘মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারও মধ্যে নেই। তার বল নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। বল তার থেকে দু মিটার দূরেও যায় না। সব সময় পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা কারও মধ্যে দেখিনি। ক্রিস্টিয়ানোও আলাদা ধরনের ফুটবলার। তারা অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ।’
কে সেরা এমন প্রশ্নে অবশ্য এক সময়ের প্রিয় সতীর্থ-বন্ধু মেসিকে এগিয়ে রাখলেন পিকে, ‘রোনালদো যেকোনো কিছু করতে পারে। হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে। কিন্তু আমার জন্য মেসি মানুষ না, মানুষদের মধ্যে রোনালদো সেরা।’
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
৬ মিনিট আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগে