তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
১ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
২ ঘণ্টা আগে