রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগের দায় যেন গিয়ে পড়েছে হুয়ান লাপোর্তার ওপর। লাপোর্তা বার্সেলোনার সভাপতি থাকার সময়ই যে এমন ঘটনা ঘটেছে। লাপোর্তার পদত্যাগও দাবি করেছিলেন লা-লিগা প্রধান তেবাস। তেবাসকে পাল্টা জবাব দিলেন বার্সা সভাপতি।
বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। লাপোর্তার কাছে এই ১৬ কোটি টাকার হিসাব চেয়েছিলেন তেবাস। হিসাব দিতে না পারলে বার্সা সভাপতিকে পদত্যাগও করতে বলেছিলেন তেবাস। লা-লিগা প্রধানকে এবার লাপোর্তা বলেন, ‘এই সিদ্ধান্ত নেবে ক্লাবের সদস্যরা। যারা বার্সেলোনার ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করবে, তাদের জবাব দেওয়া হবে। কেউ আমাকে সাবধান করেছিলেন যে তেবাস বার্সা ও আমার মানসম্মান নষ্ট করার চেষ্টা করেছিলেন। এখন মুখোশ খুলে গেছে। দূর থেকে তিনি বার্সাকে নিয়ন্ত্রণ করতে চান। কয়েক বছর তিনি চেষ্টা করছেন।’
নেগ্রেইরাকে ঘুষ দেওয়ার ব্যাপারে বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, তাঁর (নেগ্রেইরা) মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। যদিও নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এই ব্যাপারে অবশ্য বার্সেলোনা দলের তেমন কোনো দুঃশ্চিন্তা নেই। কাদিজের বিপক্ষে লা-লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি।’
রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগের দায় যেন গিয়ে পড়েছে হুয়ান লাপোর্তার ওপর। লাপোর্তা বার্সেলোনার সভাপতি থাকার সময়ই যে এমন ঘটনা ঘটেছে। লাপোর্তার পদত্যাগও দাবি করেছিলেন লা-লিগা প্রধান তেবাস। তেবাসকে পাল্টা জবাব দিলেন বার্সা সভাপতি।
বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। লাপোর্তার কাছে এই ১৬ কোটি টাকার হিসাব চেয়েছিলেন তেবাস। হিসাব দিতে না পারলে বার্সা সভাপতিকে পদত্যাগও করতে বলেছিলেন তেবাস। লা-লিগা প্রধানকে এবার লাপোর্তা বলেন, ‘এই সিদ্ধান্ত নেবে ক্লাবের সদস্যরা। যারা বার্সেলোনার ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করবে, তাদের জবাব দেওয়া হবে। কেউ আমাকে সাবধান করেছিলেন যে তেবাস বার্সা ও আমার মানসম্মান নষ্ট করার চেষ্টা করেছিলেন। এখন মুখোশ খুলে গেছে। দূর থেকে তিনি বার্সাকে নিয়ন্ত্রণ করতে চান। কয়েক বছর তিনি চেষ্টা করছেন।’
নেগ্রেইরাকে ঘুষ দেওয়ার ব্যাপারে বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, তাঁর (নেগ্রেইরা) মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। যদিও নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এই ব্যাপারে অবশ্য বার্সেলোনা দলের তেমন কোনো দুঃশ্চিন্তা নেই। কাদিজের বিপক্ষে লা-লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি।’
কালবৈশাখী ঝড়ের পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ সেকেন্ড আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
১ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
১ ঘণ্টা আগে