ক্রীড়া ডেস্ক
প্রতিপক্ষ যে-ই আসুক, বার্সেলোনা তাদেরকে তুড়ি মেড়ে উড়িয়ে দিচ্ছে। লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ-সব খানেই গোলবন্যায় ভাসাচ্ছে বার্সা। টুর্নামেন্ট জুড়ে এমন দাপট বার্সা বজায় রাখবে বলে হুংকার হ্যানসি ফ্লিকের।
বার্সেলোনা এখন পার করছে ব্যস্ত সময়। ভেন্যু বদলাতে হচ্ছে বারবার। তবু সেই ভ্রমণক্লান্তির ছাপ তো বোঝা যাচ্ছে না তাদের পারফরম্যান্সে। চ্যাম্পিয়নস লিগে গত রাতে গ্রুপ পর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। রেড স্টার স্টেডিয়ামে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। একটি করে গোল করেছেন ইনিগো মার্তিনেজ, রাফিনহা ও ফারমিন লোপেজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ ফ্লিক বলেন,‘আশা করি এটা আমরা ধরে রাখতে পারব। আমি নিশ্চিত যে এই আত্মবিশ্বাস আমাদের আছে। শুধু মাত্র এই ম্যাচেই নয়। তবে পুরো মৌসুমে এখন পর্যন্ত যেভাবে খেলেছি, তা থেকেই বলছি।’
রেডস্টার স্টেডিয়ামে গত রাতে প্রথমে গোলমুখ খোলেন বার্সার ডিফেন্ডার মার্তিনেজ। ১৩ মিনিটে বার্সার এগিয়ে যেতে না যেতেই দ্রুত সমতায় ফেরে রেড স্টার বেলগ্রেড। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বেলগ্রেডের ফরোয়ার্ড সিলাস। ১-১ সমতায় থাকার পর বার্সা কীভাবে গোলের বন্যা বইয়ে দিয়েছে, সেটা তো স্কোরলাইনই বলে দিচ্ছে। ফ্লিক বলেন, ‘পারফরম্যান্স সত্যিই খুব ভালো হচ্ছে। এমনটা আমি খুব উপভোগ করি। আমার মতে ম্যাচের ফলই তো কথা বলছে।’
বার্সেলোনা সবশেষ ম্যাচ হেরেছে ২৮ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে। এই হারের পর সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৭ ম্যাচ জিতেছে বার্সা। এই সময় ফ্লিকের দল করেছে ২৯ গোল। বিপরীতে হজম করেছে ৫ গোল। এল ক্লাসিকোতে ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সা জিতেছে ৪-০ গোলে।
বার্সেলোনা নিজেদের সবশেষ ৭ ম্যাচের মধ্যে তিন ম্যাচেই দিয়েছে ৫টি করে গোল। ৪টি করে গোল করেছে দুই ম্যাচে। তিনটি করে গোলও তাদের দুই ম্যাচে। দলের এমন দাপুটে পারফরম্যান্স দেখে কোচ ফ্লিক বলেন, ‘দল বেশ দারুণ খেলছে। কারণ তারা ফুটবল খেলতে ভালোবাসে এবং প্রতি দলের বিপক্ষেই প্রতিযোগিতা করতে পছন্দ করে। সেরাদের সেরা তারা। আমরা এমনটা হতে চাই। সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি।’
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় তিনে বার্সেলোনা। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট এখন বার্সার। কাতালানদের দুই ফরোয়ার্ড রাফিনিয়া, লেভানডফস্কি করেছেন ৫টি করে গোল।
প্রতিপক্ষ যে-ই আসুক, বার্সেলোনা তাদেরকে তুড়ি মেড়ে উড়িয়ে দিচ্ছে। লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ-সব খানেই গোলবন্যায় ভাসাচ্ছে বার্সা। টুর্নামেন্ট জুড়ে এমন দাপট বার্সা বজায় রাখবে বলে হুংকার হ্যানসি ফ্লিকের।
বার্সেলোনা এখন পার করছে ব্যস্ত সময়। ভেন্যু বদলাতে হচ্ছে বারবার। তবু সেই ভ্রমণক্লান্তির ছাপ তো বোঝা যাচ্ছে না তাদের পারফরম্যান্সে। চ্যাম্পিয়নস লিগে গত রাতে গ্রুপ পর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। রেড স্টার স্টেডিয়ামে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। একটি করে গোল করেছেন ইনিগো মার্তিনেজ, রাফিনহা ও ফারমিন লোপেজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ ফ্লিক বলেন,‘আশা করি এটা আমরা ধরে রাখতে পারব। আমি নিশ্চিত যে এই আত্মবিশ্বাস আমাদের আছে। শুধু মাত্র এই ম্যাচেই নয়। তবে পুরো মৌসুমে এখন পর্যন্ত যেভাবে খেলেছি, তা থেকেই বলছি।’
রেডস্টার স্টেডিয়ামে গত রাতে প্রথমে গোলমুখ খোলেন বার্সার ডিফেন্ডার মার্তিনেজ। ১৩ মিনিটে বার্সার এগিয়ে যেতে না যেতেই দ্রুত সমতায় ফেরে রেড স্টার বেলগ্রেড। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বেলগ্রেডের ফরোয়ার্ড সিলাস। ১-১ সমতায় থাকার পর বার্সা কীভাবে গোলের বন্যা বইয়ে দিয়েছে, সেটা তো স্কোরলাইনই বলে দিচ্ছে। ফ্লিক বলেন, ‘পারফরম্যান্স সত্যিই খুব ভালো হচ্ছে। এমনটা আমি খুব উপভোগ করি। আমার মতে ম্যাচের ফলই তো কথা বলছে।’
বার্সেলোনা সবশেষ ম্যাচ হেরেছে ২৮ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে। এই হারের পর সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৭ ম্যাচ জিতেছে বার্সা। এই সময় ফ্লিকের দল করেছে ২৯ গোল। বিপরীতে হজম করেছে ৫ গোল। এল ক্লাসিকোতে ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সা জিতেছে ৪-০ গোলে।
বার্সেলোনা নিজেদের সবশেষ ৭ ম্যাচের মধ্যে তিন ম্যাচেই দিয়েছে ৫টি করে গোল। ৪টি করে গোল করেছে দুই ম্যাচে। তিনটি করে গোলও তাদের দুই ম্যাচে। দলের এমন দাপুটে পারফরম্যান্স দেখে কোচ ফ্লিক বলেন, ‘দল বেশ দারুণ খেলছে। কারণ তারা ফুটবল খেলতে ভালোবাসে এবং প্রতি দলের বিপক্ষেই প্রতিযোগিতা করতে পছন্দ করে। সেরাদের সেরা তারা। আমরা এমনটা হতে চাই। সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি।’
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় তিনে বার্সেলোনা। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট এখন বার্সার। কাতালানদের দুই ফরোয়ার্ড রাফিনিয়া, লেভানডফস্কি করেছেন ৫টি করে গোল।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
২৩ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
২৬ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে