ক্রীড়া ডেস্ক
এই ভালো, এই খারাপ—ম্যানচেস্টার সিটির অবস্থা যে এমনই। একটু সুখবর পায় তো পরক্ষণে পায় দুঃসংবাদ। ম্যান সিটির গত রাতের ঘটনা দেখলে আরও স্পষ্ট বোঝা যাবে। এফএ কাপের সেমিফাইনালে ওঠার রাতে প্রিমিয়ার লিগের ক্লাবটির দুশ্চিন্তা বেড়েছে আর্লিং হালান্ডকে নিয়ে।
ভাইটালিটি স্টেডিয়ামে গত রাতে কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২–১ গোলে হারিয়েছে ম্যান সিটি। পিছিয়ে থাকা ম্যান সিটিকে ৪৯ মিনিটে সমতায় ফিরিয়েছেন হালান্ড। গোলের কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতড়াতে থাকেন নরওয়ের এই স্ট্রাইকার। ৫২ মিনিটে হালান্ডকে ফাউল করেন বোর্নমাউথের ডিফেন্ডার লুইস কুক। প্রাথমিক চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান হালান্ড। ৬১ মিনিটে তাঁকে উঠিয়ে নেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। যদিও হালান্ডের কী অবস্থা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেননি গার্দিওলা।
কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির বিপক্ষে ২০ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। গোলটি করেন বোর্নমাউথের স্ট্রাইকার ইভানিলসন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে দলটি। এরপর দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরানোর পর চোটে পড়ে মাঠ ছাড়েন হালান্ড। তাঁর বদলি হিসেবে নামেন ওমর মারমুশ। ৬৩ মিনিটে সিটির দ্বিতীয় গোল করেন মারমুশ। ২-১ গোলে জিতে এফএ কাপে টানা সপ্তমবারের মতো সেমিফাইনালে উঠল সিটি। ম্যান সিটির দুটি গোলেই অ্যাসিস্ট করেন নিকো ও’রেলি।
এফএ কাপের আরেক কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে প্রেস্টন নর্থ ইন্ডকে ৩–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ২৬ এপ্রিল সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ভিলা। একই দিনে অপর সেমিফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। এখন পর্যন্ত সাতবার এফএ কাপ জিতেছে ম্যান সিটি। সবশেষ জিতেছে ২০২৩ সালে।
২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে আগেভাগেই ম্যান সিটির বিদায়ঘণ্টা বেজে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে সিটি। সমান ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এফএ কাপ জিতে তাই মৌসুম শেষ করার একমাত্র সুযোগ সিটির সামনে।
এই ভালো, এই খারাপ—ম্যানচেস্টার সিটির অবস্থা যে এমনই। একটু সুখবর পায় তো পরক্ষণে পায় দুঃসংবাদ। ম্যান সিটির গত রাতের ঘটনা দেখলে আরও স্পষ্ট বোঝা যাবে। এফএ কাপের সেমিফাইনালে ওঠার রাতে প্রিমিয়ার লিগের ক্লাবটির দুশ্চিন্তা বেড়েছে আর্লিং হালান্ডকে নিয়ে।
ভাইটালিটি স্টেডিয়ামে গত রাতে কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২–১ গোলে হারিয়েছে ম্যান সিটি। পিছিয়ে থাকা ম্যান সিটিকে ৪৯ মিনিটে সমতায় ফিরিয়েছেন হালান্ড। গোলের কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতড়াতে থাকেন নরওয়ের এই স্ট্রাইকার। ৫২ মিনিটে হালান্ডকে ফাউল করেন বোর্নমাউথের ডিফেন্ডার লুইস কুক। প্রাথমিক চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান হালান্ড। ৬১ মিনিটে তাঁকে উঠিয়ে নেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। যদিও হালান্ডের কী অবস্থা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেননি গার্দিওলা।
কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির বিপক্ষে ২০ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। গোলটি করেন বোর্নমাউথের স্ট্রাইকার ইভানিলসন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে দলটি। এরপর দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরানোর পর চোটে পড়ে মাঠ ছাড়েন হালান্ড। তাঁর বদলি হিসেবে নামেন ওমর মারমুশ। ৬৩ মিনিটে সিটির দ্বিতীয় গোল করেন মারমুশ। ২-১ গোলে জিতে এফএ কাপে টানা সপ্তমবারের মতো সেমিফাইনালে উঠল সিটি। ম্যান সিটির দুটি গোলেই অ্যাসিস্ট করেন নিকো ও’রেলি।
এফএ কাপের আরেক কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে প্রেস্টন নর্থ ইন্ডকে ৩–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ২৬ এপ্রিল সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ভিলা। একই দিনে অপর সেমিফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। এখন পর্যন্ত সাতবার এফএ কাপ জিতেছে ম্যান সিটি। সবশেষ জিতেছে ২০২৩ সালে।
২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে আগেভাগেই ম্যান সিটির বিদায়ঘণ্টা বেজে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে সিটি। সমান ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এফএ কাপ জিতে তাই মৌসুম শেষ করার একমাত্র সুযোগ সিটির সামনে।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে