ফিরে দেখা ২০২৪ /সাফের বছরে হামজাকে পাওয়ার আনন্দ

সময় চলে যায়, রেখে যায় স্মৃতি। দুঃস্মৃতিও। বিদায়ী বছরের ক্রীড়াঙ্গনের সেসব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে ধারাবাহিক এই বর্ষপরিক্রমা। আজকের পর্বে ঘরোয়া ফুটবল ও অন্যান্য খেলা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ২৫
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮: ৪৭
Thumbnail image
টানা দুইবার সাফ নারী শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বে এবারও বাংলাদেশ হারিয়েছে নেপালকে। ছবি: বাফুফে

মেয়েদের সাফল্য

২০২৪ সালে ফুটবলে বড় সাফল্য সাবিনাদের সাফ জয়। নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতেন মেয়েরা। এরপর দেশে ফেরার পর তহুরা-রুপনাদের দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। ২০২২ সালের মতো ছাদখোলা বাসে আবার বরণ করা হয় তাঁদের। একই বছরে আরেকটা ঈর্ষণীয় অর্জন ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া। আগস্টের শেষ দিকে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দেন যুবারা। তার আগে মেয়েদের বয়সভিত্তিক সাফ থেকে আসে দুটি ট্রফি; যার মধ্যে প্রথমটি অনূর্ধ্ব-১৬ থেকে, দ্বিতীয়টি অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যৌথভাবে।

হামজার হাতে লাল-সবুজ

বছরের শেষটা ফুটবলপ্রেমীদের জন্য ছিল বড্ড রোমাঞ্চের। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী পেয়ে যান ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন; যার ফলে লাল-সবুজের জার্সি গায়ে হামজার মাঠে নামার পথে আর কোনো বাধা রইল না। যদিও তাঁকে কবে পাওয়া যাবে কিংবা কবে প্রথম ম্যাচ খেলবেন, সেটা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি বাফুফে।

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক
বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক

নতুন অভিভাবক

দীর্ঘ ১৬ বছর বাফুফের সভাপতির চেয়ার সামলেছেন কাজী সালাউদ্দিন। শেষ পর্যন্ত এবার আর নির্বাচনে অংশ নেননি। এই সুযোগ লুফে নেন সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। প্রথমবারের মতো দেশের ফুটবলের অভিভাবক বনে যান এই বিএনপি নেতা। এদিকে ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি হন ইমরুল হাসান।

হকির বিশ্বকাপে

ওমানের মাসকটে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল গড়ে দারুণ এক ইতিহাস। বাংলাদেশে হকির জন্মের পর থেকে এর আগে কেউ এমন সফলতার ধারেকাছেও যেতে পারেনি। কিন্তু এবার সামিন-জয়রা সেখানেই পৌঁছে যান। জুনিয়র এশিয়া কাপে বেশ কয়েকটি শক্তিশালী দেশকে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম হন তাঁরা। তাতেই মিলে যায় প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। ছবি: বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

কিংসের দুই রূপ

জুনে মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল বসুন্ধরা কিংস; যার সুবাদে প্রথমবার ঘরোয়া ট্রেবলেরও স্বাদ পায় ক্লাবটি। কিন্তু বছরের শেষ দিকে বিবর্ণ রূপই দেখে কিংস। প্রিমিয়ার লিগে খেই হারিয়ে ৪ ম্যাচ থেকে মাত্র ৬ পয়েন্ট তোলায় টেবিলের পাঁচে নেমে যায়।

নীড়ই সর্বকনিষ্ঠ

বাংলাদেশের দাবায় বেশ সম্ভাবনাময়ী মনন রেজা নীড়। এ বছর হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার (আইএম) নর্ম পূরণ করেছেন তিনি। মাত্র ১৪ বছর ৫ মাস বয়সে বিরল এই খেতাব পান নীড়; যা বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সবচেয়ে দ্রুততম। নিয়াজ মোর্শেদের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার ৪৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন নীড়। আন্তর্জাতিক মাস্টারের পাশাপাশি এই বছর নীড় জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন।

এ বছরই জুনিয়র হকি বিশ্বকাপের টিকিট কেটেছে বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি
এ বছরই জুনিয়র হকি বিশ্বকাপের টিকিট কেটেছে বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি

বড় সংস্কার

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে লাগে পরিবর্তনের ঢেউ। একযোগে ৪২ ফেডারেশনের সভাপতিকে ছেঁটে ফেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সভাপতি বাদ দেওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও ফেডারেশনগুলোর কমিটি থেকে বাদ দেয়। বিলুপ্ত ঘোষণা করা হয় জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থাও। এরপর ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন করে ক্রীড়া মন্ত্রণালয়। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় জোবায়েদুর রহমান রানাকে। যদিও এই কমিটি নিয়ে শুরুর দিকে কিছুটা সমালোচনা হয়েছিল। পরবর্তী সময়ে কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুল বাফুফের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় ক্রীড়া মন্ত্রণালয় তাঁকে শোকজ করে এবং পরে অব্যাহতি দেওয়া হয়। এই কমিটির সুপারিশে এরই মধ্যে নয়টি ফেডারেশনে অ্যাডহক কমিটিও দিয়েছে এনএসসি। বাকিগুলোর কাজও চলমান।

হারিয়েছি যাঁদের

অনেক প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে ছিল হারানোর শোক। ১৮ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। তার আগে ৫ জুলাই খেলতে খেলতে চলে যান বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দুই শুটার আতিক ও সাদিয়াও পাড়ি জমান না ফেরার দেশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত