‘হ্যাটট্রিক করা আমার কল্পনাতেও ছিল না’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮: ৪৮

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক, তাও আবার নকআউট ম্যাচে-এ যেন স্বপ্নের চেয়েও বড় কিছু। গনসালো রামোসের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক তেমনই। গতকাল লুসাইলে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন। ম্যাচ শেষে রামোস জানিয়েছেন, এই হ্যাটট্রিক করা তার কল্পনাতেও ছিল না।

সুইজারল্যান্ডের বিপক্ষে গতকাল লুসাইলে হ্যাটট্রিকের প্রথম গোল রামোস করেন ১৭ মিনিটে। ফেলিক্সের পাস থেকে বাপায়ের শটে করলেন বিশ্বকাপের প্রথম গোল। ৫১ মিনিটে দালোতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। আর ৬৭ মিনিটে ফেলিক্সের অ্যাসিস্ট থেকে রামোস হয়ে গেলেন কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করা ফুটবলার।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রামোস বলেছেন, ‘এটা আমার সুদূর কল্পনাতেও ছিল না যে বিশ্বকাপে প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করব।’

নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার তিনি। তাঁর আগে ২০০২ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে এমন রেকর্ড গড়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা, যিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক।  বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী এখন তিনি। ২১ বছর ১৬৯ দিনে হ্যাটট্রিকটি পূর্ণ করেছেন রামোস। আর ১৯৬২ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন হাঙ্গেরির ফরোয়ার্ড ফ্লোরিয়ান আলবার্ট। 

পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেন রামোস। ৪ ম্যাচে করেন ৪ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত