ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপের জন্য গতকাল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনার পত্রিকা দারিও ওলেকে নিজের চিন্তা ও অনুভূতির কথা জানিয়েছেন মেসি। তাঁর মতে, ২০১৪ সালের বিশ্বকাপের দলের সঙ্গে এবারের দলটির অনেক মিল আছে।
২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছিল মেসি-দি মারিয়াদের। অতিরিক্ত সময়ে মারিও গোটশের একমাত্র গোলে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তাঁরা।
মাঝে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপটাও হতাশায় কেটেছে আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তাদের। তবে এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে যাচ্ছে তারা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তেমনটিই জানাচ্ছে।
আর্জেন্টিনার এবারের স্কোয়াড নিয়ে দলনেতা মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে আমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম। এটি অবিস্মরণীয় এক অভিজ্ঞতা ছিল। আমি অনেক উপভোগ করেছিলাম। আমার কাছে স্পষ্ট হয়েছে যে, দলের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল হওয়া। যা শেষ পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ লক্ষ্যে নিয়ে যায়। ২০১৪ সালের স্কোয়াডের সঙ্গে এবারের অনেক মিল অনুভব করছি। সেই দলটা যেভাবে গড়া হয়েছিল, এটাও তাই। মানসিক শক্তির জায়গাতেও একই।’
এবারের বিশ্বকাপেই তাঁর শেষ বিশ্বকাপ এমনটি কিছুদিন আগে নিজেই জানিয়েছেন মেসি। এ জন্য ফুটবল জাদুকর নিশ্চয়ই চাইবেন, বিশ্বকাপ জিতে অবসর নিতে। সঙ্গে সতীর্থরাও চাইবেন আর্জেন্টাইন কিংবদন্তির শেষটা রাঙিয়ে দিতে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।
কাতার বিশ্বকাপের জন্য গতকাল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনার পত্রিকা দারিও ওলেকে নিজের চিন্তা ও অনুভূতির কথা জানিয়েছেন মেসি। তাঁর মতে, ২০১৪ সালের বিশ্বকাপের দলের সঙ্গে এবারের দলটির অনেক মিল আছে।
২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছিল মেসি-দি মারিয়াদের। অতিরিক্ত সময়ে মারিও গোটশের একমাত্র গোলে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তাঁরা।
মাঝে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপটাও হতাশায় কেটেছে আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তাদের। তবে এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে যাচ্ছে তারা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তেমনটিই জানাচ্ছে।
আর্জেন্টিনার এবারের স্কোয়াড নিয়ে দলনেতা মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে আমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম। এটি অবিস্মরণীয় এক অভিজ্ঞতা ছিল। আমি অনেক উপভোগ করেছিলাম। আমার কাছে স্পষ্ট হয়েছে যে, দলের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল হওয়া। যা শেষ পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ লক্ষ্যে নিয়ে যায়। ২০১৪ সালের স্কোয়াডের সঙ্গে এবারের অনেক মিল অনুভব করছি। সেই দলটা যেভাবে গড়া হয়েছিল, এটাও তাই। মানসিক শক্তির জায়গাতেও একই।’
এবারের বিশ্বকাপেই তাঁর শেষ বিশ্বকাপ এমনটি কিছুদিন আগে নিজেই জানিয়েছেন মেসি। এ জন্য ফুটবল জাদুকর নিশ্চয়ই চাইবেন, বিশ্বকাপ জিতে অবসর নিতে। সঙ্গে সতীর্থরাও চাইবেন আর্জেন্টাইন কিংবদন্তির শেষটা রাঙিয়ে দিতে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।
অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
২০ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
১ ঘণ্টা আগেওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
৩ ঘণ্টা আগে