ক্রীড়া ডেস্ক
২০১৪-এর পর আবারও ফাইনালে মুখোমুখি লাতিন আমেরিকা-ইউরোপ। দুটি ফাইনালেই আছে আর্জেন্টিনার নাম। শুধু প্রতিপক্ষ আলাদা। আট বছর আগের ফাইনালে আকাশি-নীলদের প্রতিপক্ষ ছিল জার্মানি আর এবার প্রতিপক্ষ ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপ ফাইনালে ১১ বার মুখোমুখি হচ্ছে লাতিন ও ইউরোপ।
লাতিন-ইউরোপ ফাইনালের লড়াইয়ে এগিয়ে আছে লাতিনরাই। আগের ১০ ফাইনালে লাতিনরা জিতেছিল সাতবার এবং ইউরোপ তিনবার। লাতিনদের মধ্যে পাঁচবার জিতেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা জিতেছে দুবার। ইউরোপীয়দের মধ্যে দুবার জিতেছে জার্মানি এবং একবার ফ্রান্স। দুবারই আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানরা।
১৯৫৮ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো হয় লাতিন-ইউরোপ ফাইনাল। সেবার স্বাগতিক সুইডেনকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ব্রাজিলের পাঁচটা শিরোপাই এসেছে ইউরোপীয়দের হারিয়ে, যার মধ্যে ইতালিকে হারিয়েছিল দুবার। আর্জেন্টিনারও দুটি শিরোপা এসেছে ইউরোপীয় দলের বিপক্ষে। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
একনজরে বিশ্বকাপ ফাইনালে লাতিন-ইউরোপ লড়াই
১। ব্রাজিল-সুইডেন; ১৯৫৮; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: সুইডেন
২। ব্রাজিল-চেক প্রজাতন্ত্র; ১৯৬২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: ইতালি
৩। ব্রাজিল-ইতালি; ১৯৭০; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: মেক্সিকো
৪। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস; ১৯৭৮; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: আর্জেন্টিনা
৫। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৮৬; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: মেক্সিকো
৬। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৯০; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ইতালি
৭। ব্রাজিল-ইতালি; ১৯৯৪; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: যুক্তরাষ্ট্র
৮। ব্রাজিল-ফ্রান্স; ১৯৯৮; চ্যাম্পিয়ন: ফ্রান্স; আয়োজক: ফ্রান্স
৯। ব্রাজিল-জার্মানি; ২০০২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: দক্ষিণ কোরিয়া, জাপান
১০। আর্জেন্টিনা-জার্মানি; ২০১৪; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ব্রাজিল
১১। আর্জেন্টিনা-ফ্রান্স; ২০২২; ফাইনাল ১৮ ডিসেম্বর; আয়োজক: কাতার
২০১৪-এর পর আবারও ফাইনালে মুখোমুখি লাতিন আমেরিকা-ইউরোপ। দুটি ফাইনালেই আছে আর্জেন্টিনার নাম। শুধু প্রতিপক্ষ আলাদা। আট বছর আগের ফাইনালে আকাশি-নীলদের প্রতিপক্ষ ছিল জার্মানি আর এবার প্রতিপক্ষ ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপ ফাইনালে ১১ বার মুখোমুখি হচ্ছে লাতিন ও ইউরোপ।
লাতিন-ইউরোপ ফাইনালের লড়াইয়ে এগিয়ে আছে লাতিনরাই। আগের ১০ ফাইনালে লাতিনরা জিতেছিল সাতবার এবং ইউরোপ তিনবার। লাতিনদের মধ্যে পাঁচবার জিতেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা জিতেছে দুবার। ইউরোপীয়দের মধ্যে দুবার জিতেছে জার্মানি এবং একবার ফ্রান্স। দুবারই আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানরা।
১৯৫৮ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো হয় লাতিন-ইউরোপ ফাইনাল। সেবার স্বাগতিক সুইডেনকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ব্রাজিলের পাঁচটা শিরোপাই এসেছে ইউরোপীয়দের হারিয়ে, যার মধ্যে ইতালিকে হারিয়েছিল দুবার। আর্জেন্টিনারও দুটি শিরোপা এসেছে ইউরোপীয় দলের বিপক্ষে। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
একনজরে বিশ্বকাপ ফাইনালে লাতিন-ইউরোপ লড়াই
১। ব্রাজিল-সুইডেন; ১৯৫৮; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: সুইডেন
২। ব্রাজিল-চেক প্রজাতন্ত্র; ১৯৬২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: ইতালি
৩। ব্রাজিল-ইতালি; ১৯৭০; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: মেক্সিকো
৪। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস; ১৯৭৮; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: আর্জেন্টিনা
৫। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৮৬; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: মেক্সিকো
৬। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৯০; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ইতালি
৭। ব্রাজিল-ইতালি; ১৯৯৪; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: যুক্তরাষ্ট্র
৮। ব্রাজিল-ফ্রান্স; ১৯৯৮; চ্যাম্পিয়ন: ফ্রান্স; আয়োজক: ফ্রান্স
৯। ব্রাজিল-জার্মানি; ২০০২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: দক্ষিণ কোরিয়া, জাপান
১০। আর্জেন্টিনা-জার্মানি; ২০১৪; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ব্রাজিল
১১। আর্জেন্টিনা-ফ্রান্স; ২০২২; ফাইনাল ১৮ ডিসেম্বর; আয়োজক: কাতার
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে